আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত, ২০ কারখানায় ছুটি
নিজস্ব প্রতিবেদক | ১১ ডিসেম্বর, ২০১৮ ১৮:১৩
মঙ্গলবার শ্রমিক বিক্ষোভের পর আশুলিয়ার বন্ধ কারখানা। ছবি: দেশ রূপান্তর
সদ্যঘোষিত মজুরি কাঠামোয় বৈষম্যের অভিযোগে টানা তৃতীয় দিনের মতো সাভার-আশুলিয়ার বিভিন্ন কারখানায় বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন কারখানায় ভাংচুর চালায়। অন্তত ২০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কতৃপক্ষ। এছাড়া চারজনকে আটক করে পুলিশ।
শিল্প পুলিশ, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল থেকে জিরাব ও কাঠগড়া এলাকার বেশ কিছু কারখানার শ্রমিকরা মজুরি বৈষম্যের অভিযোগ তুলে কর্মবিরতিসহ বিক্ষোভ করতে থাকে। এসময় উত্তেজিত শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে বেশ কিছু কারখানায় ভাংচুর চালায়। পুলিশ বাধা দিদলে উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া ভাংচুর এড়াতে শিল্প এলাকার প্রায় ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।
কাঠগড়া এলাকার পিকার্ড বাংলাদেশ লিমিটেড কারখানার ম্যানেজার (প্রশাসন) গাজী শফিকুর রহমান জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে তাদের কারখানার সামনে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এসময় কারখানার প্রধান ফটকেও ভাংচুর চালানো হয়। এতে শ্রমিকরা আতংকিত হয়ে পড়লে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, বিক্ষোভের ঘটনায় উস্কানির অভিযোগে এক ঝুট ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করা হয়েছে।
গত রবিবার সকালে আশুলিয়ার চারাবাগ এলাকার মেট্রো নিটিং লিমিটেড কারখানা থেকে শ্রমিক বিক্ষোভের সূত্রপাত। এদিন পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে রবিাবার দুপুরে একই ঘটনায় বিশমাইল-জিরাব সড়কে বিক্ষোভ করে প্রায় ১৭ কারখানার শ্রমিক। এসময় তারা বেশ কিছু কারখানায় ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ওইদিনও কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১১ ডিসেম্বর, ২০১৮ ১৮:১৩

সদ্যঘোষিত মজুরি কাঠামোয় বৈষম্যের অভিযোগে টানা তৃতীয় দিনের মতো সাভার-আশুলিয়ার বিভিন্ন কারখানায় বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন কারখানায় ভাংচুর চালায়। অন্তত ২০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কতৃপক্ষ। এছাড়া চারজনকে আটক করে পুলিশ।
শিল্প পুলিশ, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল থেকে জিরাব ও কাঠগড়া এলাকার বেশ কিছু কারখানার শ্রমিকরা মজুরি বৈষম্যের অভিযোগ তুলে কর্মবিরতিসহ বিক্ষোভ করতে থাকে। এসময় উত্তেজিত শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে বেশ কিছু কারখানায় ভাংচুর চালায়। পুলিশ বাধা দিদলে উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া ভাংচুর এড়াতে শিল্প এলাকার প্রায় ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।
কাঠগড়া এলাকার পিকার্ড বাংলাদেশ লিমিটেড কারখানার ম্যানেজার (প্রশাসন) গাজী শফিকুর রহমান জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে তাদের কারখানার সামনে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এসময় কারখানার প্রধান ফটকেও ভাংচুর চালানো হয়। এতে শ্রমিকরা আতংকিত হয়ে পড়লে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, বিক্ষোভের ঘটনায় উস্কানির অভিযোগে এক ঝুট ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করা হয়েছে।
গত রবিবার সকালে আশুলিয়ার চারাবাগ এলাকার মেট্রো নিটিং লিমিটেড কারখানা থেকে শ্রমিক বিক্ষোভের সূত্রপাত। এদিন পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে রবিাবার দুপুরে একই ঘটনায় বিশমাইল-জিরাব সড়কে বিক্ষোভ করে প্রায় ১৭ কারখানার শ্রমিক। এসময় তারা বেশ কিছু কারখানায় ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ওইদিনও কারখানায় ছুটি ঘোষণা করা হয়।