যুক্তরাষ্ট্র, ভারতের চেয়ে বাংলাদেশে সন্ত্রাসবাদের ‘প্রভাব কম’
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৯:০৩
সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাবের দিক থেকে ২০১৭ সালে বাংলাদেশের চেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান।
যুক্তরাষ্ট্র কিংবা ভারতের মতো দেশের তুলনায় বাংলাদেশে সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাব কম। অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব ইকনোমিকস অ্যান্ড পিস’ সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তার প্রভাবের উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাব ২০১৭ সালে বাংলাদেশের চেয়ে বেশি যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানে।
তালিকায় বাংলাদেশ আছে ২৫ নম্বরে। যুক্তরাষ্ট্র ২০ নম্বরে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশ ছিল ২১ নম্বরে। এক বছর বাদে চার ধাপ উন্নতি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ২০১৬ সালে ছিল ৩২ নম্বরে। তার মানে এক বছর বাদে তাদের ১২ ধাপ অবনতি হয়েছে।
সন্ত্রাসবাদবিষয়ক এই তালিকা বিশ্বজুড়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তৈরি করা হয়। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে তথ্যগুলো সংগ্রহ করা হয়।
নতুন এই জরিপে দেখা গেছে, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে বিশ্বজুড়ে ২৭ শতাংশ মৃত্যুহার কমেছে। এই নিয়ে টানা তিন বছর সন্ত্রাসী কর্মকাণ্ডে মৃত্যুহার কমল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৯:০৩

যুক্তরাষ্ট্র কিংবা ভারতের মতো দেশের তুলনায় বাংলাদেশে সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাব কম। অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব ইকনোমিকস অ্যান্ড পিস’ সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তার প্রভাবের উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাব ২০১৭ সালে বাংলাদেশের চেয়ে বেশি যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানে।
তালিকায় বাংলাদেশ আছে ২৫ নম্বরে। যুক্তরাষ্ট্র ২০ নম্বরে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশ ছিল ২১ নম্বরে। এক বছর বাদে চার ধাপ উন্নতি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ২০১৬ সালে ছিল ৩২ নম্বরে। তার মানে এক বছর বাদে তাদের ১২ ধাপ অবনতি হয়েছে।
সন্ত্রাসবাদবিষয়ক এই তালিকা বিশ্বজুড়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তৈরি করা হয়। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে তথ্যগুলো সংগ্রহ করা হয়।
নতুন এই জরিপে দেখা গেছে, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে বিশ্বজুড়ে ২৭ শতাংশ মৃত্যুহার কমেছে। এই নিয়ে টানা তিন বছর সন্ত্রাসী কর্মকাণ্ডে মৃত্যুহার কমল।