শাহজাদপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ২৩:৫৩
ছবি: দেশ রূপান্তর
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নার্গিস আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার রূপবাটি ইউনিয়নের শেলাচাপরি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নার্গিস ওই এলাকার ভ্যানচালক এলাহীর চতুর্থ স্ত্রী। পুলিশ জানিয়েছে, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের স্বজনদের দাবি, নার্গিসকে তার স্বামী এলাহী হত্যার পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়েছে। সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
তিন বছর আগে এলাহীর সঙ্গে একই ইউনিয়নের সদামারা গ্রামের মাইজ প্রামাণিকের মেয়ে নার্গিসের বিয়ে হয়। নার্গিসের ছয় মাসের একটি মেয়ে রয়েছে বলে জানান স্থানীয়রা।
শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ২৩:৫৩

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নার্গিস আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার রূপবাটি ইউনিয়নের শেলাচাপরি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নার্গিস ওই এলাকার ভ্যানচালক এলাহীর চতুর্থ স্ত্রী। পুলিশ জানিয়েছে, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের স্বজনদের দাবি, নার্গিসকে তার স্বামী এলাহী হত্যার পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়েছে। সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
তিন বছর আগে এলাহীর সঙ্গে একই ইউনিয়নের সদামারা গ্রামের মাইজ প্রামাণিকের মেয়ে নার্গিসের বিয়ে হয়। নার্গিসের ছয় মাসের একটি মেয়ে রয়েছে বলে জানান স্থানীয়রা।
শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।