লাইফ সাপোর্টে নির্মাতা সাইদুল আনাম টুটুল
নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১২:৪৬
নন্দিত নির্মাতা সাইদুল আনাম টুটুল। ছবি: ফেসবুক থেকে
টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের নন্দিত নির্মাতা সাইদুল আনাম টুটুল হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার দিবাগত রাত ২টায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।
দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন টেলিভিশন নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন।
তুহিন হোসেন বলেন, “সাইদুল আনাম টুটুল শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সবাই তার জন্য দোয়া করবেন।”
টুটুল ডিরেক্টরস গিল্ডের প্রথম সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য। ২০০৩ সালে ‘আধিয়ার’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হন। এর আগে ‘সূর্য দীঘল বাড়ি’ সম্পাদনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
দীর্ঘ ১৫ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন টুটুল। সরকারি অনুদানে ‘কালবেলা’ নামে একটি সিনেমার শুটিং করছেন তিনি। কিছুদিন আগেই খুলনা ও কুষ্টিয়ায় দৃশ্যায়ন হয়েছে।
২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধ পরবর্তী কথ্যকাহিনী’ বই থেকে ‘কালবেলা’র গল্প নেওয়া হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১২:৪৬

টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের নন্দিত নির্মাতা সাইদুল আনাম টুটুল হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার দিবাগত রাত ২টায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।
দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন টেলিভিশন নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন।
তুহিন হোসেন বলেন, “সাইদুল আনাম টুটুল শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সবাই তার জন্য দোয়া করবেন।”
টুটুল ডিরেক্টরস গিল্ডের প্রথম সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য। ২০০৩ সালে ‘আধিয়ার’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হন। এর আগে ‘সূর্য দীঘল বাড়ি’ সম্পাদনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
দীর্ঘ ১৫ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন টুটুল। সরকারি অনুদানে ‘কালবেলা’ নামে একটি সিনেমার শুটিং করছেন তিনি। কিছুদিন আগেই খুলনা ও কুষ্টিয়ায় দৃশ্যায়ন হয়েছে।
২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধ পরবর্তী কথ্যকাহিনী’ বই থেকে ‘কালবেলা’র গল্প নেওয়া হয়েছে।