বর্ষবরণ অনুষ্ঠানে ডিএমপির নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০১:০৩
এবারের ইংরেজি বর্ষবরণের রাতে (থার্টিফার্স্ট নাইট) সব ধরনের উৎসব বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। একইসঙ্গে ৩০ ডিসেম্বর রাত থেকে রাজধানীর সব পানশালা বন্ধ রাখারও ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের সদরদপ্তরে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।
ডিএমপি অপারেশন বিভাগ আয়োজিত সভায় কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, নিরাপদে বড়দিনের উৎসব পালনের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানস্থলে অপরিচিত ও সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নজরদারি করার পাশাপাশি প্রতিটি গির্জায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময় আতশবাজি বন্ধ থাকবে এবং চার্চ এলাকায় কোন ধরনের ভাসমান দোকান ও হকার বসতে দেয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০১:০৩

এবারের ইংরেজি বর্ষবরণের রাতে (থার্টিফার্স্ট নাইট) সব ধরনের উৎসব বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। একইসঙ্গে ৩০ ডিসেম্বর রাত থেকে রাজধানীর সব পানশালা বন্ধ রাখারও ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের সদরদপ্তরে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।
ডিএমপি অপারেশন বিভাগ আয়োজিত সভায় কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, নিরাপদে বড়দিনের উৎসব পালনের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানস্থলে অপরিচিত ও সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নজরদারি করার পাশাপাশি প্রতিটি গির্জায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময় আতশবাজি বন্ধ থাকবে এবং চার্চ এলাকায় কোন ধরনের ভাসমান দোকান ও হকার বসতে দেয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার।