ঘরে ফিরলেন এরশাদ
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:১১
সিঙ্গাপুর যাওয়ার প্রাক্কালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এরশাদ। ছবি: দেশ রূপান্তর
ঘরে ফিরলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। বুধবার রাত ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সোজা বারিধারায় নিজের বাসায় যান সাবেক এই রাষ্ট্রপতি।
বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তার দল জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন দলের চেয়ারম্যান। তার সঙ্গে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলামও ফিরেছেন।
এ ব্যাপারে দলের সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতী দেশ রূপান্তরকে বলেন, স্যর বাসায় বিশ্রামে রয়েছেন। বৃহস্পতিবার তার সঙ্গে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তারপর দলের কর্মসূচি ঠিক করা হবে।
গত ১১ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এরশাদ। নির্বাচনকালীন তার দেশে ফেরা না ফেরা নিয়ে ছিল জোর গুঞ্জন। এরশাদ সিঙ্গাপুর যাওয়ায় মূলত থমকে যায় জাতীয় পার্টির নির্বাচনী কর্মকাণ্ড।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:১১

ঘরে ফিরলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। বুধবার রাত ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সোজা বারিধারায় নিজের বাসায় যান সাবেক এই রাষ্ট্রপতি।
বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তার দল জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন দলের চেয়ারম্যান। তার সঙ্গে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলামও ফিরেছেন। এ ব্যাপারে দলের সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতী দেশ রূপান্তরকে বলেন, স্যর বাসায় বিশ্রামে রয়েছেন। বৃহস্পতিবার তার সঙ্গে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তারপর দলের কর্মসূচি ঠিক করা হবে।
গত ১১ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এরশাদ। নির্বাচনকালীন তার দেশে ফেরা না ফেরা নিয়ে ছিল জোর গুঞ্জন। এরশাদ সিঙ্গাপুর যাওয়ায় মূলত থমকে যায় জাতীয় পার্টির নির্বাচনী কর্মকাণ্ড।