নৌকার জয় হবেই হবে, ভোট দিয়ে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০৯:২৯
ফাইল ছবি
নৌকার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে তিনি বলেন, ‘আমি মনে করি নৌকার জয় হবেই হবে।’
ঢাকা-১০ আসনের ভোটার প্রধানমন্ত্রী কেন্দ্রে পৌঁছান রোববার সকাল ৮টায়। এই আসনে নৌকার প্রার্থী ফজলে নূর তাপস।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
ভোট শেষে ফেরার সময় তারা আঙুল উঁচিয়ে জয়সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়ে বলেন, ‘নৌকার জয় হবেই হবে।’
প্রধানমন্ত্রী মনে করেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণ নৌকায় ভোট দেবে।
‘জনগণের প্রতি আমার আস্থা আছে। বিশ্বাস আছে। জনগণ যে রায় দেবে, আমরা তা মেনে নেব। দুঃখজনক ব্যাপার হলো সারা দেশে আমাদের চারজন কর্মীকে হত্যা করা হয়েছে। একই কায়দায় কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে’ অভিযোগ আওয়ামী লীগ সভাপতির।
নোয়াখালীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নোয়াখালীতে বিএনপি প্রার্থীর নেতৃত্বে ব্যালট বক্স ছিনতাই করা হয়েছে। আমরা সহিংসতা চাই না। শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেবে, ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে খুশি ভোট দিয়ে জয়যুক্ত করবে।’
সকল প্রার্থী ও ভোটারকে ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০৯:২৯

নৌকার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে তিনি বলেন, ‘আমি মনে করি নৌকার জয় হবেই হবে।’
ঢাকা-১০ আসনের ভোটার প্রধানমন্ত্রী কেন্দ্রে পৌঁছান রোববার সকাল ৮টায়। এই আসনে নৌকার প্রার্থী ফজলে নূর তাপস।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
ভোট শেষে ফেরার সময় তারা আঙুল উঁচিয়ে জয়সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়ে বলেন, ‘নৌকার জয় হবেই হবে।’
প্রধানমন্ত্রী মনে করেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণ নৌকায় ভোট দেবে।
‘জনগণের প্রতি আমার আস্থা আছে। বিশ্বাস আছে। জনগণ যে রায় দেবে, আমরা তা মেনে নেব। দুঃখজনক ব্যাপার হলো সারা দেশে আমাদের চারজন কর্মীকে হত্যা করা হয়েছে। একই কায়দায় কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে’ অভিযোগ আওয়ামী লীগ সভাপতির।
নোয়াখালীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নোয়াখালীতে বিএনপি প্রার্থীর নেতৃত্বে ব্যালট বক্স ছিনতাই করা হয়েছে। আমরা সহিংসতা চাই না। শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেবে, ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে খুশি ভোট দিয়ে জয়যুক্ত করবে।’
সকল প্রার্থী ও ভোটারকে ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি।