বছরের প্রথম দিনে বাংলাদেশে জন্ম নেবে সাড়ে আট হাজার শিশু
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ১৬:০০
বাংলাদেশে ২০১৯ সালের প্রথম দিনে প্রায় সাড়ে আট হাজা শিশু জন্ম নেবে। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেনস ইমার্জেন্সি ফান্ড বা আন্তর্জাতিক শিশু তহবিল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
তাদের হিসাবে নতুন বছরের প্রথম দিনে বিশ্বের জন্ম নেয়া শিশুদের মধ্যে এ হার দুই দশমিক ১৩।
এই সময়ে ভারতে জন্ম নেবে ৬৯ হাজার ৯৪৪, পাকিস্তানে জন্ম নেবে ১৫ হাজার ১১২ শিশু। এ ছাড়া টোকিওতে ৩১০, বেইজিংয়ে ৬০৫, স্পেনের মাদ্রিদে ১৬৬ এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৩১৭ শিশু নতুন বছরের শুরুর দিনে আলো মাখবে চোখে।
খুব সম্ভবত ফিজি'তে ২০১৯ সালের প্রথম শিশুটি জন্ম নেবে।
তবে আশঙ্কার কথা হচ্ছে বিশ্বে জন্মের প্রথম দিনেই শিশু মৃত্যুর হার অনেক। ২০১৭ সালে প্রায় ১০ লাখ শিশু জন্মের পরপরই মারা যায়। ২৫ লাখ মারা যায় জন্মের এক মাসের মধ্যেই।
ইউনিসেফের সহকারী নির্বাহী পরিচালক পেত্রি গোরনিজকা বলেন, নতুন বছরে আসুন আমরা সবাই মিলে সব শিশুর অধিকার পূরণে প্রতিজ্ঞাবদ্ধ হই।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ১৬:০০

বাংলাদেশে ২০১৯ সালের প্রথম দিনে প্রায় সাড়ে আট হাজা শিশু জন্ম নেবে। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেনস ইমার্জেন্সি ফান্ড বা আন্তর্জাতিক শিশু তহবিল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
তাদের হিসাবে নতুন বছরের প্রথম দিনে বিশ্বের জন্ম নেয়া শিশুদের মধ্যে এ হার দুই দশমিক ১৩।
এই সময়ে ভারতে জন্ম নেবে ৬৯ হাজার ৯৪৪, পাকিস্তানে জন্ম নেবে ১৫ হাজার ১১২ শিশু। এ ছাড়া টোকিওতে ৩১০, বেইজিংয়ে ৬০৫, স্পেনের মাদ্রিদে ১৬৬ এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৩১৭ শিশু নতুন বছরের শুরুর দিনে আলো মাখবে চোখে।
খুব সম্ভবত ফিজি'তে ২০১৯ সালের প্রথম শিশুটি জন্ম নেবে।
তবে আশঙ্কার কথা হচ্ছে বিশ্বে জন্মের প্রথম দিনেই শিশু মৃত্যুর হার অনেক। ২০১৭ সালে প্রায় ১০ লাখ শিশু জন্মের পরপরই মারা যায়। ২৫ লাখ মারা যায় জন্মের এক মাসের মধ্যেই।
ইউনিসেফের সহকারী নির্বাহী পরিচালক পেত্রি গোরনিজকা বলেন, নতুন বছরে আসুন আমরা সবাই মিলে সব শিশুর অধিকার পূরণে প্রতিজ্ঞাবদ্ধ হই।