শেখ হাসিনাকে অভিনন্দন সোনিয়া গান্ধীর
অনলাইন ডেস্ক | ২ জানুয়ারি, ২০১৯ ১২:২২
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইন্ডিয়ান কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সভাপতি সোনিয়া গান্ধী।
বুধবার এক বার্তায় সোনিয়া গান্ধী এ অভিনন্দন জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সভাপতি সোনিয়া গান্ধী বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন। আশা করেন, বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে।
রোববারের নির্বাচনে জয়ের পর থেকে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
এ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ৩০০ আসনের মধ্যে ঘোষিত ২৯৮ আসনের ২৮৮টিতে জয়লাভ করেছে।বিরোধী জোট বিএনপিপ্রধান জাতীয় ঐক্যফ্রন্ট ৬টি এবং অন্যান্য প্রার্থীরা ৪টি আসনে জয়ী হয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২ জানুয়ারি, ২০১৯ ১২:২২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইন্ডিয়ান কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সভাপতি সোনিয়া গান্ধী।
বুধবার এক বার্তায় সোনিয়া গান্ধী এ অভিনন্দন জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সভাপতি সোনিয়া গান্ধী বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন। আশা করেন, বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে।
রোববারের নির্বাচনে জয়ের পর থেকে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
এ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ৩০০ আসনের মধ্যে ঘোষিত ২৯৮ আসনের ২৮৮টিতে জয়লাভ করেছে।বিরোধী জোট বিএনপিপ্রধান জাতীয় ঐক্যফ্রন্ট ৬টি এবং অন্যান্য প্রার্থীরা ৪টি আসনে জয়ী হয়েছেন।