বৃহস্পতিবার নতুন এমপিদের শপথ
নিজস্ব প্রতিবেদক | ২ জানুয়ারি, ২০১৯ ১৩:৩৫
সদ্য নির্বাচিত একাদশ জাতীয় সংসদ সদস্যদের (এমপি) শপথ বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রস্তুতি নিতে স্পিকারকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বুধবার এ কথা জানিয়েছেন।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, নতুন নির্বাচিত এমপিদের শপথের প্রস্তুতি নিতে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নবনির্বাচিত ২৯৮ সংসদ সদস্যের শপথ হবে।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৮৮ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এর মধ্যে লাঙল প্রতীকে শরিক জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট ছয়টি আর অন্যান্য প্রার্থী চারটি আসনে জয় পেয়েছে।
প্রার্থীর মৃত্যুর কারণে ৩০০ আসনের একটিতে ভোট স্থগিত রয়েছে। আরেকটি আসনের তিনটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২ জানুয়ারি, ২০১৯ ১৩:৩৫

সদ্য নির্বাচিত একাদশ জাতীয় সংসদ সদস্যদের (এমপি) শপথ বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রস্তুতি নিতে স্পিকারকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বুধবার এ কথা জানিয়েছেন।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, নতুন নির্বাচিত এমপিদের শপথের প্রস্তুতি নিতে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নবনির্বাচিত ২৯৮ সংসদ সদস্যের শপথ হবে।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৮৮ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এর মধ্যে লাঙল প্রতীকে শরিক জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট ছয়টি আর অন্যান্য প্রার্থী চারটি আসনে জয় পেয়েছে।
প্রার্থীর মৃত্যুর কারণে ৩০০ আসনের একটিতে ভোট স্থগিত রয়েছে। আরেকটি আসনের তিনটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি।