নির্বাচিতদের গেজেট সংসদে
নিজস্ব প্রতিবেদক | ২ জানুয়ারি, ২০১৯ ১৪:৪৫
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বুধবার দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের নাম শপথ গ্রহণের জন্য সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। ছবি: দেশ রূপান্তর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের নামে গেজেট প্রকাশ করার পর তাদের শপথ গ্রহণের জন্য তা সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সচিব বলেন, নির্বাচনের পরে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে গেজেট নোটিফিকেশন। ২৯৮ টি আসনের গেজেট প্রকাশিত হয়েছে। এগুলো জাতীয় সংসদ সচিবালয়ে পাঠিয়েছি, যাতে যাদের নামে গেজেট প্রকাশিত হয়েছে তাদের শপথগ্রহণ করাতে পারে।
আমরা শুনেছি বৃহস্পতিবার সকাল ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। স্পিকারের কাছে কোনো চিঠি গেছে জানতে চাইলে সচিব বলেন, স্পিকার নয়, আমরা এটি সংসদ সচিবালয়ের সচিব বরাবর পাঠিয়ে থাকি।
কখন গেজেট প্রকাশিত হয়েছে এবং আপনারা কখন সংসদে পাঠিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, মাননীয় কমিশন মঙ্গলবার অনুমোদন দেওয়ার পর বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে রাতে প্রিন্ট হয়েছে এবং বুধবার সকালে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এটা স্বাভাবিকভাবে যেটা হয় যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা একটি নির্দিষ্ট ফরম্যাটে প্রতিবেদন প্রেরণ করা হয়। সেই প্রতিবেদনটা আমরা গতকাল সকল রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পেয়েছি এবং পাওয়ার সাথে সাথেই গেজেট নোটিফিকেশন করেছি।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) সবাই এতে স্বাক্ষর করেছেন এবং সবাই অনুমোদন দিয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২ জানুয়ারি, ২০১৯ ১৪:৪৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের নামে গেজেট প্রকাশ করার পর তাদের শপথ গ্রহণের জন্য তা সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সচিব বলেন, নির্বাচনের পরে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে গেজেট নোটিফিকেশন। ২৯৮ টি আসনের গেজেট প্রকাশিত হয়েছে। এগুলো জাতীয় সংসদ সচিবালয়ে পাঠিয়েছি, যাতে যাদের নামে গেজেট প্রকাশিত হয়েছে তাদের শপথগ্রহণ করাতে পারে।
আমরা শুনেছি বৃহস্পতিবার সকাল ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। স্পিকারের কাছে কোনো চিঠি গেছে জানতে চাইলে সচিব বলেন, স্পিকার নয়, আমরা এটি সংসদ সচিবালয়ের সচিব বরাবর পাঠিয়ে থাকি।
কখন গেজেট প্রকাশিত হয়েছে এবং আপনারা কখন সংসদে পাঠিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, মাননীয় কমিশন মঙ্গলবার অনুমোদন দেওয়ার পর বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে রাতে প্রিন্ট হয়েছে এবং বুধবার সকালে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এটা স্বাভাবিকভাবে যেটা হয় যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা একটি নির্দিষ্ট ফরম্যাটে প্রতিবেদন প্রেরণ করা হয়। সেই প্রতিবেদনটা আমরা গতকাল সকল রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পেয়েছি এবং পাওয়ার সাথে সাথেই গেজেট নোটিফিকেশন করেছি।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) সবাই এতে স্বাক্ষর করেছেন এবং সবাই অনুমোদন দিয়েছেন।