শেখ হাসিনাকে অভিনন্দন পুতিনের
নিজস্ব প্রতিবেদক | ২ জানুয়ারি, ২০১৯ ২০:২৮
ছবি: এএফপি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাওয়া শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার এক বার্তায় রুশ প্রেসিডেন্ট এই অভিনন্দন জানান বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
পুতিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
রোববারের নির্বাচনে জয়ের পর থেকে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
এ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ৩০০ আসনের মধ্যে ঘোষিত ২৯৮ আসনের ২৮৮টিতে জয়লাভ করেছে। বিরোধী জোট বিএনপিপ্রধান জাতীয় ঐক্যফ্রন্ট ৬টি এবং অন্যান্য প্রার্থীরা ৪টি আসনে জয়ী হয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২ জানুয়ারি, ২০১৯ ২০:২৮

ছবি: এএফপি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাওয়া শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার এক বার্তায় রুশ প্রেসিডেন্ট এই অভিনন্দন জানান বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
পুতিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
রোববারের নির্বাচনে জয়ের পর থেকে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
এ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ৩০০ আসনের মধ্যে ঘোষিত ২৯৮ আসনের ২৮৮টিতে জয়লাভ করেছে। বিরোধী জোট বিএনপিপ্রধান জাতীয় ঐক্যফ্রন্ট ৬টি এবং অন্যান্য প্রার্থীরা ৪টি আসনে জয়ী হয়েছেন।
শেয়ার করুন