শপথ নিলেন এমপিরা
নিজস্ব প্রতিবেদক | ৩ জানুয়ারি, ২০১৯ ১১:৩৪
শপথবাক্য পাঠ করান সংসদের বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি: বিটিভি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ নিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদ ভবনের নিচতলা শপথকক্ষে শপথবাক্য পাঠ করান সংসদের বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করা হয়। এর পর সংবিধান ও নির্বাচনী বিধি অনুযায়ী বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর ৬ আসন থেকে নির্বাচিত এমপি হিসেবে নিজের শপথবাক্য পাঠ করেন।
এরপর তিনি উপস্থিত এমপিদের শপথবাক্য পাঠ করান। তারা নিজ নিজ শপথপত্রে স্বাক্ষর করেন। পরে তাদের সংসদের রেজিস্টার বইয়ে স্বাক্ষরের অনুরোধ করা হয়। আরও জানানো হয়, দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।
তবে বিএনপিসহ ঐক্যফ্রন্টের নির্বাচিত সাত সংসদ সদস্য শপথ নেননি।
মঙ্গলবার রাতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সাংসদদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। বুধবার তা নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছায়। ওই দিন জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও শপথ অনুষ্ঠানের ব্যাপারে জানানো হয়।
৩০ ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ ২৫৯টি, লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টি ২০, বিএনপি ধানের শীষ ৫, গণফোরাম ২, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩, তরীকত ফেডারেশন ১, জাতীয় পার্টি (জেপি) এবং স্বতন্ত্র প্রার্থী মিলে ৩টি আসনে জয়লাভ করে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩ জানুয়ারি, ২০১৯ ১১:৩৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ নিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদ ভবনের নিচতলা শপথকক্ষে শপথবাক্য পাঠ করান সংসদের বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করা হয়। এর পর সংবিধান ও নির্বাচনী বিধি অনুযায়ী বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর ৬ আসন থেকে নির্বাচিত এমপি হিসেবে নিজের শপথবাক্য পাঠ করেন।
এরপর তিনি উপস্থিত এমপিদের শপথবাক্য পাঠ করান। তারা নিজ নিজ শপথপত্রে স্বাক্ষর করেন। পরে তাদের সংসদের রেজিস্টার বইয়ে স্বাক্ষরের অনুরোধ করা হয়। আরও জানানো হয়, দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।
তবে বিএনপিসহ ঐক্যফ্রন্টের নির্বাচিত সাত সংসদ সদস্য শপথ নেননি।
মঙ্গলবার রাতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সাংসদদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। বুধবার তা নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছায়। ওই দিন জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও শপথ অনুষ্ঠানের ব্যাপারে জানানো হয়।
৩০ ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ ২৫৯টি, লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টি ২০, বিএনপি ধানের শীষ ৫, গণফোরাম ২, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩, তরীকত ফেডারেশন ১, জাতীয় পার্টি (জেপি) এবং স্বতন্ত্র প্রার্থী মিলে ৩টি আসনে জয়লাভ করে।