'সুষ্ঠুভাবে' নির্বাচন সম্পন্ন করায় পুলিশের প্রীতভোজ
রিহান আবদুল্লাহ | ৫ জানুয়ারি, ২০১৯ ২২:৫৭
‘সুষ্ঠুভাবে’ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় শনিবার ঢাকা মহানগরেরসহ দেশের সব থানায় পুলিশের প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত বুধবার পুলিশ সদরদপ্তর থেকে প্রতিটি থানায় এই অনুষ্ঠানের নির্দেশনা জারি করা হয়। রবিবার পুলিশ সদর দপ্তরে আরেকটি প্রীতিভোজ হওয়ার কথা রয়েছে।
পুলিশের ঊর্ধতন কর্মকতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০ ডিসেম্বররের ওই নির্বাচনের পর ১ জানুয়ারি ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায়’ পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (প্রশাসন) এর স্বাক্ষরে সব জেলার পুলিশ সুপারদের ’থ্যাংকস লেটার’ পাঠানো হয়েছে। মৌখিকভাবে ধন্যবাদ জানানো হয়েছে সব রেঞ্জের ডিআইজিকে।
মাঠ পর্যায়ের একাধিক পুলিশ সদস্য দেশ রূপান্তরকে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এক মাস কোনো ছুটি পাওয়া যায়নি। উর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবাই একটানা কাজ করেছেন। রবিবার পুলিশ সদর দপ্তরে প্রীতিভোজ হবে।
পুলিশ সদর দপ্তরের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, প্রীতিভোজের খাবারের তালিকায় ছিল পোলাও, মুরগী রোস্ট, গরু ও খাসির রেজালা, মুরগীর গিলা-কলিজা দিয়ে বুটের ডালের লটপটি, বোরহানি, পায়েস ও কোমল পানীয়।
তারা জানান, এটা শুধু পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। থানায় কর্মরত সব পুলিশ সদস্য এবং ফাঁড়ি পুলিশ, ক্যাম্প পুলিশ ও সংশ্লিষ্ট থানায় কর্তব্যরত আনসার বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রাতে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
রিহান আবদুল্লাহ | ৫ জানুয়ারি, ২০১৯ ২২:৫৭

‘সুষ্ঠুভাবে’ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় শনিবার ঢাকা মহানগরেরসহ দেশের সব থানায় পুলিশের প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত বুধবার পুলিশ সদরদপ্তর থেকে প্রতিটি থানায় এই অনুষ্ঠানের নির্দেশনা জারি করা হয়। রবিবার পুলিশ সদর দপ্তরে আরেকটি প্রীতিভোজ হওয়ার কথা রয়েছে।
পুলিশের ঊর্ধতন কর্মকতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০ ডিসেম্বররের ওই নির্বাচনের পর ১ জানুয়ারি ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায়’ পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (প্রশাসন) এর স্বাক্ষরে সব জেলার পুলিশ সুপারদের ’থ্যাংকস লেটার’ পাঠানো হয়েছে। মৌখিকভাবে ধন্যবাদ জানানো হয়েছে সব রেঞ্জের ডিআইজিকে।
মাঠ পর্যায়ের একাধিক পুলিশ সদস্য দেশ রূপান্তরকে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এক মাস কোনো ছুটি পাওয়া যায়নি। উর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবাই একটানা কাজ করেছেন। রবিবার পুলিশ সদর দপ্তরে প্রীতিভোজ হবে।
পুলিশ সদর দপ্তরের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, প্রীতিভোজের খাবারের তালিকায় ছিল পোলাও, মুরগী রোস্ট, গরু ও খাসির রেজালা, মুরগীর গিলা-কলিজা দিয়ে বুটের ডালের লটপটি, বোরহানি, পায়েস ও কোমল পানীয়।
তারা জানান, এটা শুধু পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। থানায় কর্মরত সব পুলিশ সদস্য এবং ফাঁড়ি পুলিশ, ক্যাম্প পুলিশ ও সংশ্লিষ্ট থানায় কর্তব্যরত আনসার বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রাতে।