ফাঁকা রইল শাজাহান খানের পদ
নিজস্ব প্রতিবেদক | ৬ জানুয়ারি, ২০১৯ ১৮:১০
গত সরকারের আলোচিত মন্ত্রী শাজাহান খানের পদ নতুন সরকারের মন্ত্রিসভায় খালি রাখা হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে রাখা হয়েছে খালিদ মাহমুদ চৌধুরীকে। তিনি একাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসন থেকে নির্বাচিত।
আগের সরকারের সময়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে অনেক আলোচনা-সমালোচনার জন্ম দেন শাজাহান খান।
গত বছর একটি কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পর যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, সেখানে থকে শাহজাহান খানের পদত্যাগের দাবি তোলা হয়।
এর আগেও পরিবহন খাতের নৈরাজ্য নিয়ে বিক্ষোভের মুখে তিনি বিভিন্ন মন্তব্য করে বিতর্কিত হন। তবে সমালোচনার মুখও পদ হারাতে হয়নি তাকে।
নতুন মন্ত্রিসভায় মন্ত্রীর পদটি খালি থাকলেও সেখানে কাকে নিয়োগ দেওয়া হবে তা জানা যায়নি। মন্ত্রিসভায় ২৪ পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী ডাক পেয়েছেন। সোমবার তাদের শপথ নেওয়ার কথা রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৬ জানুয়ারি, ২০১৯ ১৮:১০

গত সরকারের আলোচিত মন্ত্রী শাজাহান খানের পদ নতুন সরকারের মন্ত্রিসভায় খালি রাখা হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে রাখা হয়েছে খালিদ মাহমুদ চৌধুরীকে। তিনি একাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসন থেকে নির্বাচিত।
আগের সরকারের সময়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে অনেক আলোচনা-সমালোচনার জন্ম দেন শাজাহান খান।
গত বছর একটি কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পর যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, সেখানে থকে শাহজাহান খানের পদত্যাগের দাবি তোলা হয়।
এর আগেও পরিবহন খাতের নৈরাজ্য নিয়ে বিক্ষোভের মুখে তিনি বিভিন্ন মন্তব্য করে বিতর্কিত হন। তবে সমালোচনার মুখও পদ হারাতে হয়নি তাকে।
নতুন মন্ত্রিসভায় মন্ত্রীর পদটি খালি থাকলেও সেখানে কাকে নিয়োগ দেওয়া হবে তা জানা যায়নি। মন্ত্রিসভায় ২৪ পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী ডাক পেয়েছেন। সোমবার তাদের শপথ নেওয়ার কথা রয়েছে।