ইসি কর্মকর্তাদের গাড়ি-বাড়িসহ সুবিধা দিতে চায় আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক | ৬ জানুয়ারি, ২০১৯ ২১:১৪
রোববার দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: দেশ রূপান্তর
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনের প্রস্তাবিত গাড়ি, বাড়ি, পদোন্নতিসহ আরও সুবিধা দিতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এ কথা জানিয়েছেন।
রোববার দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ ইসি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাদের প্রস্তাবে সমর্থন দেন এইচ টি ইমাম। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুন্দর সমন্বয়, শৃঙ্খলা বজায় রাখায় নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।
এরপর তিনি সাংবাদিকদের জানান, ‘ইসি কর্মকর্তারা কিছু কাঠামোগত প্রস্তাব দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে- পদোন্নতি, চলাচলের জন্য গাড়ি, নিরাপত্তাসহ তাদের জন্য বাড়ি-ঘর। জজরা (বিচারকরা) যেসব সুবিধা পেয়ে থাকেন, সেগুলো ইসি কর্মকর্তারাও যেন পান, এসব আলাপ হয়েছে।’
তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে কমিশনকে সহায়তা করার যে বিষয় ছিল, সব কাজ সরকার করেছে। ছোট থেকে বড়, উঁচু থেকে নিচু পর্যায় পর্যন্ত, সামরিক-বেসামরিক, আইনশৃঙ্খলা বাহিনীর সবাই যে কাজ করেছেন, এগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করেছি।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, এই শৃঙ্খলা ও সমন্বয় কীভাবে ধরে রাখা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি।’ কমিশনের কাছে বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করেছে।
জাতীয় ঐক্যফ্রন্টসহ বামজোটের পুনর্নির্বাচন বিষয়ে ইসির অবস্থান জানতে চাইলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে থাকা এইচ টি ইমাম বলেন, আমরা মনে করি এটা নির্বাচন কমিশনের ব্যাপার। সংবিধানের ব্যাপার। নতুন করে নির্বাচনও সম্ভব না। আর তত্ত্বাবধায়ক সরকার, সেই পুরোনো কথা। এগুলো বলে লাভ নেই। অনেক ভুয়া কথাও তারা বলেছেন।’
তিনি বলেন, ‘বিভিন্ন রাষ্ট্র, দল যেভাবে অভিনন্দন জানিয়েছেন। তারা সবাই জানিয়েছেন, এত সুষ্ঠু, এত সুন্দর নির্বাচন হয় না। পৃথিবীব্যাপী এবার যেভাবে স্বীকৃতি পাওয়া গেছে, তাতে আমরা গর্বিত।’
এইচ টি ইমাম জানান, এবারই প্রথম নির্বাচনে একজন পুলিশ বা অন্য কোনো বাহিনীর কেউ নিহত হননি।
বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ বি এম রিয়াজুল কবীর কাওছারসহ নয় সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে।
এ সময় কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, কমিশনার মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমানসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৬ জানুয়ারি, ২০১৯ ২১:১৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনের প্রস্তাবিত গাড়ি, বাড়ি, পদোন্নতিসহ আরও সুবিধা দিতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এ কথা জানিয়েছেন।
রোববার দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ ইসি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাদের প্রস্তাবে সমর্থন দেন এইচ টি ইমাম। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুন্দর সমন্বয়, শৃঙ্খলা বজায় রাখায় নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।
এরপর তিনি সাংবাদিকদের জানান, ‘ইসি কর্মকর্তারা কিছু কাঠামোগত প্রস্তাব দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে- পদোন্নতি, চলাচলের জন্য গাড়ি, নিরাপত্তাসহ তাদের জন্য বাড়ি-ঘর। জজরা (বিচারকরা) যেসব সুবিধা পেয়ে থাকেন, সেগুলো ইসি কর্মকর্তারাও যেন পান, এসব আলাপ হয়েছে।’
তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে কমিশনকে সহায়তা করার যে বিষয় ছিল, সব কাজ সরকার করেছে। ছোট থেকে বড়, উঁচু থেকে নিচু পর্যায় পর্যন্ত, সামরিক-বেসামরিক, আইনশৃঙ্খলা বাহিনীর সবাই যে কাজ করেছেন, এগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করেছি।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, এই শৃঙ্খলা ও সমন্বয় কীভাবে ধরে রাখা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি।’ কমিশনের কাছে বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করেছে।
জাতীয় ঐক্যফ্রন্টসহ বামজোটের পুনর্নির্বাচন বিষয়ে ইসির অবস্থান জানতে চাইলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে থাকা এইচ টি ইমাম বলেন, আমরা মনে করি এটা নির্বাচন কমিশনের ব্যাপার। সংবিধানের ব্যাপার। নতুন করে নির্বাচনও সম্ভব না। আর তত্ত্বাবধায়ক সরকার, সেই পুরোনো কথা। এগুলো বলে লাভ নেই। অনেক ভুয়া কথাও তারা বলেছেন।’
তিনি বলেন, ‘বিভিন্ন রাষ্ট্র, দল যেভাবে অভিনন্দন জানিয়েছেন। তারা সবাই জানিয়েছেন, এত সুষ্ঠু, এত সুন্দর নির্বাচন হয় না। পৃথিবীব্যাপী এবার যেভাবে স্বীকৃতি পাওয়া গেছে, তাতে আমরা গর্বিত।’
এইচ টি ইমাম জানান, এবারই প্রথম নির্বাচনে একজন পুলিশ বা অন্য কোনো বাহিনীর কেউ নিহত হননি।
বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ বি এম রিয়াজুল কবীর কাওছারসহ নয় সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে।
এ সময় কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, কমিশনার মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমানসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।