শেখ হাসিনাকে চীনের অভিনন্দন
অনলাইন ডেস্ক | ৭ জানুয়ারি, ২০১৯ ১৯:৫৩
চতুর্থবারের মতো দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
এক বার্তায় চীনের প্রধানমন্ত্রী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
ওই বার্তায় চীনের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক এর ফলে ভবিষ্যতে আরো দৃঢ় হবে।
লি কিয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের উত্তরোত্তর শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
এ ছাড়া নেপালের প্রধানমন্ত্রী প্রাসাদ খাড়গা শর্ম অলি শপথ নেওয়ার পর শেখ হাসিনাকে অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় নেপালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এর আগে একাদশ সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পর চীন, নেপালসহ বিভিন্ন দেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৭ জানুয়ারি, ২০১৯ ১৯:৫৩

চতুর্থবারের মতো দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
এক বার্তায় চীনের প্রধানমন্ত্রী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
ওই বার্তায় চীনের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক এর ফলে ভবিষ্যতে আরো দৃঢ় হবে।
লি কিয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের উত্তরোত্তর শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
এ ছাড়া নেপালের প্রধানমন্ত্রী প্রাসাদ খাড়গা শর্ম অলি শপথ নেওয়ার পর শেখ হাসিনাকে অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় নেপালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এর আগে একাদশ সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পর চীন, নেপালসহ বিভিন্ন দেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।