বিদায় বলতে নারাজ শাজাহান খান
নিজস্ব প্রতিবেদক | ৭ জানুয়ারি, ২০১৯ ২০:০৫
এটা বিদায় নয় উল্লেখ করে শাজাহান খান বলেছেন, এটা মন্ত্রণালয়ে তার শেষ কার্যদিবস মাত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সদ্য গঠিত মন্ত্রিসভায় না থাকায় গত মন্ত্রিসভায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী শাজাহান খান শেষ কার্যদিবসে সোমবার সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, এটা বিদায় নয়। মন্ত্রণালয়ে তার শেষ কার্যদিবস মাত্র।
শাজাহান খান বলেন, মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই বাস্তবমুখী সিদ্ধান্ত নিয়েছেন। তার এই অগ্রযাত্রায় সবাই সাহসী ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করছি।
প্রধানমন্ত্রীর প্রশংসা করে বিদায়ী এই মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষ একজন রাষ্ট্রপরিচালক। তিনি বিচক্ষণতার সঙ্গে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। নতুনদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। দেশের উন্নয়নে তাদের সঙ্গে উদ্দীপনা নিয়ে আমাদের কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, আমার মেয়াদে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এখনো কিছু প্রকল্পের কাজ চলছে। এসব অসমাপ্ত প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করতে হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৭ জানুয়ারি, ২০১৯ ২০:০৫

এটা বিদায় নয় উল্লেখ করে শাজাহান খান বলেছেন, এটা মন্ত্রণালয়ে তার শেষ কার্যদিবস মাত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সদ্য গঠিত মন্ত্রিসভায় না থাকায় গত মন্ত্রিসভায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী শাজাহান খান শেষ কার্যদিবসে সোমবার সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, এটা বিদায় নয়। মন্ত্রণালয়ে তার শেষ কার্যদিবস মাত্র।
শাজাহান খান বলেন, মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই বাস্তবমুখী সিদ্ধান্ত নিয়েছেন। তার এই অগ্রযাত্রায় সবাই সাহসী ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করছি।
প্রধানমন্ত্রীর প্রশংসা করে বিদায়ী এই মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষ একজন রাষ্ট্রপরিচালক। তিনি বিচক্ষণতার সঙ্গে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। নতুনদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। দেশের উন্নয়নে তাদের সঙ্গে উদ্দীপনা নিয়ে আমাদের কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, আমার মেয়াদে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এখনো কিছু প্রকল্পের কাজ চলছে। এসব অসমাপ্ত প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করতে হবে।