ভালো গণমাধ্যমকে সরকার সহায়তা দেবে: হাছান মাহমুদ
নিজস্ব প্রতিবেদক | ৭ জানুয়ারি, ২০১৯ ২৩:১৭
নতুন তথ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সরকার ভালো ও গ্রহণযোগ্য গণমাধ্যমকে সহায়তা করবে।
সোমবার বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি খেয়াল রাখব কীভাবে সরকার ভালো ও গ্রহণযোগ্য পত্রিকা অথবা টিভির প্রতিবন্ধকতা দূর করতে পারে।
তিনি জানান, কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি করণীয় নির্ধারণ করবেন।
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিষয়ে হাছান মাহমুদ বলেন, তার দায়িত্বকালে তিনি খুব ভালো কাজ করেছেন। হাসানুল হক ইনুর রেখে যাওয়া কাজ সম্পন্ন করবেন বলেও জানান নতুন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ চট্টগ্রাম-৭ আসন থেকে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হন। এর আগে ২০০৯ সালে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে বদলি হয়ে একই আমলে তিনি পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১১ সালে তিনি একই মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৭ জানুয়ারি, ২০১৯ ২৩:১৭

নতুন তথ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সরকার ভালো ও গ্রহণযোগ্য গণমাধ্যমকে সহায়তা করবে।
সোমবার বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি খেয়াল রাখব কীভাবে সরকার ভালো ও গ্রহণযোগ্য পত্রিকা অথবা টিভির প্রতিবন্ধকতা দূর করতে পারে।
তিনি জানান, কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি করণীয় নির্ধারণ করবেন।
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিষয়ে হাছান মাহমুদ বলেন, তার দায়িত্বকালে তিনি খুব ভালো কাজ করেছেন। হাসানুল হক ইনুর রেখে যাওয়া কাজ সম্পন্ন করবেন বলেও জানান নতুন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ চট্টগ্রাম-৭ আসন থেকে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হন। এর আগে ২০০৯ সালে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে বদলি হয়ে একই আমলে তিনি পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১১ সালে তিনি একই মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পান।