জাতির জনকের প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিসভার শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক | ৮ জানুয়ারি, ২০১৯ ১১:২৬
ধানমন্ডি ৩২ নম্বরের ফাইল ফটো। ছবি: এএফপি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীরদের প্রতি সম্মান জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবগঠিত মন্ত্রিসভা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরে যান মন্ত্রিসভার সদস্যরা। তাদের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এর পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে একাত্তরের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান । শপথ নেওয়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভার সব সদস্যই বঙ্গভবনের দরবার হলে উপিস্থত ছিলেন।
এ দিন চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।
রোববার মন্ত্রী পরিষদ ঘোষিত তালিকায় দেখা মেলে কিছু চমকের। বাদ পড়েছেন এত দিনের পরীক্ষিত মুখ প্রবীণ রাজনীতিবিদরা। ৪৩ মন্ত্রীর সরকারে যোগ দেয় ২৭ নতুন মুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৮ জানুয়ারি, ২০১৯ ১১:২৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীরদের প্রতি সম্মান জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবগঠিত মন্ত্রিসভা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরে যান মন্ত্রিসভার সদস্যরা। তাদের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এর পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে একাত্তরের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান । শপথ নেওয়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভার সব সদস্যই বঙ্গভবনের দরবার হলে উপিস্থত ছিলেন।
এ দিন চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।
রোববার মন্ত্রী পরিষদ ঘোষিত তালিকায় দেখা মেলে কিছু চমকের। বাদ পড়েছেন এত দিনের পরীক্ষিত মুখ প্রবীণ রাজনীতিবিদরা। ৪৩ মন্ত্রীর সরকারে যোগ দেয় ২৭ নতুন মুখ।