নতুন মন্ত্রীদের কঠোর নজরদারিতে রাখব: প্রধানমন্ত্রী
পাভেল হায়দার চৌধুরী | ৮ জানুয়ারি, ২০১৯ ২৩:২৪
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম বৈঠকে নতুন মন্ত্রীদের কঠোর নজরদারিতে রাখবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনির্ধারিত এই বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত কয়েকজন মন্ত্রী জানিয়েছেন, নতুন সরকারের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে নতুন মন্ত্রীদের কঠোর নজরদারিতে রাখবেন বলেও জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মন্ত্রী দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করেছেন। এবারের মন্ত্রিসভায় বেশিরভাগ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন। মন্ত্রণালয়ের দায়িত্ব কীভাবে পালন করতে হয়, তাদের সে ধারণা দেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানও জানিয়ে দেন শেখ হাসিনা।
ওই দুই মন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যাতে থেমে না থাকে, জনগণ যাতে সুখে-শান্তিতে থাকে, দায়িত্ব পালনের মধ্য দিয়ে তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমার লক্ষ্য দেশের উন্নয়ন, মানুষের ভাগ্যের পরিবর্তন করা। সবাইকে সে লক্ষ্য পূরণে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী তার সহকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনের আগে যে ইশতেহার দেওয়া হয়েছে তা পকেটে রেখে মাথায় নিয়ে সবাইকে কাজ করতে হবে। নিজের ভাগ্য বদলের হাতিয়ার যেন না হয় ক্ষমতা। বৈঠকের শুরুতে মন্ত্রিসভার সদস্যরা শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে দোয়া নেন।
প্রধানমন্ত্রী বলেন, নতুনদের মন্ত্রী বানিয়েছি এর মানে এই নয় যে, পুরনোরা ব্যর্থ ছিল। পুরনোরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে। নতুনদের বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার জন্য। তাদের সব কাজ বুঝে করতে হবে এবং পুরনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে আমি কঠোর নজরদারিতে রাখব।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
পাভেল হায়দার চৌধুরী | ৮ জানুয়ারি, ২০১৯ ২৩:২৪

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম বৈঠকে নতুন মন্ত্রীদের কঠোর নজরদারিতে রাখবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনির্ধারিত এই বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত কয়েকজন মন্ত্রী জানিয়েছেন, নতুন সরকারের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে নতুন মন্ত্রীদের কঠোর নজরদারিতে রাখবেন বলেও জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মন্ত্রী দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করেছেন। এবারের মন্ত্রিসভায় বেশিরভাগ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন। মন্ত্রণালয়ের দায়িত্ব কীভাবে পালন করতে হয়, তাদের সে ধারণা দেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানও জানিয়ে দেন শেখ হাসিনা।
ওই দুই মন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যাতে থেমে না থাকে, জনগণ যাতে সুখে-শান্তিতে থাকে, দায়িত্ব পালনের মধ্য দিয়ে তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমার লক্ষ্য দেশের উন্নয়ন, মানুষের ভাগ্যের পরিবর্তন করা। সবাইকে সে লক্ষ্য পূরণে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী তার সহকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনের আগে যে ইশতেহার দেওয়া হয়েছে তা পকেটে রেখে মাথায় নিয়ে সবাইকে কাজ করতে হবে। নিজের ভাগ্য বদলের হাতিয়ার যেন না হয় ক্ষমতা। বৈঠকের শুরুতে মন্ত্রিসভার সদস্যরা শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে দোয়া নেন।
প্রধানমন্ত্রী বলেন, নতুনদের মন্ত্রী বানিয়েছি এর মানে এই নয় যে, পুরনোরা ব্যর্থ ছিল। পুরনোরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে। নতুনদের বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার জন্য। তাদের সব কাজ বুঝে করতে হবে এবং পুরনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে আমি কঠোর নজরদারিতে রাখব।