রাতের অন্ধকারে প্রকল্প পাল্টে যায়: আবদুল্লাহ আবু সাঈদ
নিজস্ব প্রতিবেদক | ৯ জানুয়ারি, ২০১৯ ২০:১৩
সরকার কারও সঙ্গে কোনো ধরনের আলাপ ছাড়াই প্রকল্প নেওয়ায় রাতের অন্ধকারে তা পাল্টে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি আবদুল্লাহ আবু সাঈদ। তিনি আরও বলেন, ‘দুর্নীতিগ্রস্ত মানুষেরা নিজেদের স্বার্থে সেটা ব্যবহার করে। এতে প্রকল্প থাকে, কাগজ-কলম থাকে কিন্তু এর চিত্র উল্টে যায়’।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামী ১১ এবং ১২ জানুয়ারি ‘বদ্বীপ পরিকল্পনা ২১০০ ও বাংলাদেশে স্থায়িত্বশীল উন্নয়ন’ বিষয়ক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। যৌথভাবে সম্মেলনটির আয়োজন করছে বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। সংবাদ সম্মেলনের আরও বক্তব্য রাখেন, বাপা সহ সভাপতি ড.নজরুল ইসলাম, বাপার সাধারণ সম্পাদক আব্দুল মতিন এবং যুগ্ন সম্পাদক মিহির বিশ্বাস।
আবদুল্লাহ আবু সাঈদ, বলেন, “আমাদের পরিবেশ ঝুঁকির মধ্যে থাকায় মানবসভ্যতাও মহাসংকটে পড়ছে। সরকার জলবায়ুসহ অনেক ধরনের বড় বড় প্রকল্প নেয়, এর কিছুটা কাজ হয়তো হয়। তবে কোনো ইতিবাচক পদক্ষেপ নিলে অবশ্যই নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করা উচিত। আবার সুশীল সমাজকেও এ বিষয়ে উদ্যোগী হতে হবে। কারও সঙ্গে কোনো ধরনের আলাপ ছাড়াই প্রকল্প নেওয়ায় রাতের অন্ধকারে তা পাল্টে যায়। আবার দুর্নীতিগ্রস্ত মানুষেরা নিজেদের স্বার্থে সেটা ব্যবহার করে। এতে প্রকল্প থাকে, কাগজ-কলম থাকে কিন্তু এর চিত্র উল্টে যায়। আমরা জলবায়ু নিয়ে সরকার, সুশীল সমাজ, বিজ্ঞানী, বিদেশিদের সঙ্গে কথা বলব।
তিনি আরও বলেন, পরিবেশের সঙ্গে জলবায়ু যুক্ত হয়েছে। এতে পরিবেশবাদীদের আরও ভাবিয়ে তুলেছে। কারণ জলবায়ু পরিবর্তনে কোনো সমস্যা হলে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হব। কারণ বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে। জলবায়ুর কারণে দেশে একবার পানি ঢুকলে দেশের বেশির ভাগ অংশ তলিয়ে যাবে।
সরকারকে যে কোনো বড় প্রকল্প করতে হলে জনগণকে প্রাধান্য দিয়েই করতে হবে। জনগণের সঙ্গে প্রকল্পের ভালো ও মন্দ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে বলে মন্তব্য করেন অন্য বক্তারা।
মিহির বিশ্বাস জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য সরকার প্রস্তাবিত “বদ্বীপ পরিকল্পনা ২১০০” সম্পর্কে বাংলাদেশের মানুষকে জানানো। সম্মেলনে বিদেশি বিশেষজ্ঞ সহ বাংলাদেশের পরিবেশ ও নদী আন্দোলনের নেতা-কর্মীরা অংশ নেবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৯ জানুয়ারি, ২০১৯ ২০:১৩

সরকার কারও সঙ্গে কোনো ধরনের আলাপ ছাড়াই প্রকল্প নেওয়ায় রাতের অন্ধকারে তা পাল্টে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি আবদুল্লাহ আবু সাঈদ। তিনি আরও বলেন, ‘দুর্নীতিগ্রস্ত মানুষেরা নিজেদের স্বার্থে সেটা ব্যবহার করে। এতে প্রকল্প থাকে, কাগজ-কলম থাকে কিন্তু এর চিত্র উল্টে যায়’।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামী ১১ এবং ১২ জানুয়ারি ‘বদ্বীপ পরিকল্পনা ২১০০ ও বাংলাদেশে স্থায়িত্বশীল উন্নয়ন’ বিষয়ক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। যৌথভাবে সম্মেলনটির আয়োজন করছে বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। সংবাদ সম্মেলনের আরও বক্তব্য রাখেন, বাপা সহ সভাপতি ড.নজরুল ইসলাম, বাপার সাধারণ সম্পাদক আব্দুল মতিন এবং যুগ্ন সম্পাদক মিহির বিশ্বাস।
আবদুল্লাহ আবু সাঈদ, বলেন, “আমাদের পরিবেশ ঝুঁকির মধ্যে থাকায় মানবসভ্যতাও মহাসংকটে পড়ছে। সরকার জলবায়ুসহ অনেক ধরনের বড় বড় প্রকল্প নেয়, এর কিছুটা কাজ হয়তো হয়। তবে কোনো ইতিবাচক পদক্ষেপ নিলে অবশ্যই নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করা উচিত। আবার সুশীল সমাজকেও এ বিষয়ে উদ্যোগী হতে হবে। কারও সঙ্গে কোনো ধরনের আলাপ ছাড়াই প্রকল্প নেওয়ায় রাতের অন্ধকারে তা পাল্টে যায়। আবার দুর্নীতিগ্রস্ত মানুষেরা নিজেদের স্বার্থে সেটা ব্যবহার করে। এতে প্রকল্প থাকে, কাগজ-কলম থাকে কিন্তু এর চিত্র উল্টে যায়। আমরা জলবায়ু নিয়ে সরকার, সুশীল সমাজ, বিজ্ঞানী, বিদেশিদের সঙ্গে কথা বলব।
তিনি আরও বলেন, পরিবেশের সঙ্গে জলবায়ু যুক্ত হয়েছে। এতে পরিবেশবাদীদের আরও ভাবিয়ে তুলেছে। কারণ জলবায়ু পরিবর্তনে কোনো সমস্যা হলে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হব। কারণ বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে। জলবায়ুর কারণে দেশে একবার পানি ঢুকলে দেশের বেশির ভাগ অংশ তলিয়ে যাবে।
সরকারকে যে কোনো বড় প্রকল্প করতে হলে জনগণকে প্রাধান্য দিয়েই করতে হবে। জনগণের সঙ্গে প্রকল্পের ভালো ও মন্দ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে বলে মন্তব্য করেন অন্য বক্তারা।
মিহির বিশ্বাস জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য সরকার প্রস্তাবিত “বদ্বীপ পরিকল্পনা ২১০০” সম্পর্কে বাংলাদেশের মানুষকে জানানো। সম্মেলনে বিদেশি বিশেষজ্ঞ সহ বাংলাদেশের পরিবেশ ও নদী আন্দোলনের নেতা-কর্মীরা অংশ নেবে।