বিশ্বে স্থিতিশীল, বাংলাদেশে উন্নতি গণতন্ত্রের
নিজস্ব প্রতিবেদক | ৯ জানুয়ারি, ২০১৯ ২১:৩৩
আন্তর্জাতিক পরিসরে ২০১৮ সালে গণতনন্ত্র স্থিতিশীল রয়েছে। তবে বাংলাদেশে গণতন্ত্র ক্রমে উন্নতি করছে। আগের বছরের তুলনায় ২০১৮ সালে বাংলাদেশে গণতন্ত্র চার ধাপ উন্নতি করেছে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বুধবার পাঁচ মানদণ্ডে ২০১৮ সালের পরিস্থিতি বিচার করে যে প্রতিবেদন দিয়েছে, সেখানে বাংলাদেশের অবস্থানের চার ধাপ উন্নতি হয়েছে।
৫.৫৭ স্কোর নিয়ে এই সূচকে বাংলাদেশ এবার রয়েছে ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের মধ্যে ৮৮তম অবস্থানে।
গতবছর এই সূচকে বাংলাদেশের স্কোর ছিল ৫.৪৩; এক ধাক্কায় আট ধাপ পিছিয়ে বাংলাদেশ নেমে গিয়েছিল ৯২তম অবস্থানে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ২০০৬ সালে এই সূচক প্রকাশের পর সেটাই ছিল বাংলাদেশের সবচেয়ে বাজে অবস্থান।
এশিয়ার মধ্যে ভারতের অবস্থান ৪১তম এবং শ্রীলংকার অবস্থান ৭১তম।
যে পাঁচ ক্যাটাগরিকে বিবেচনায় রাখা হয়েছে সেগুলো হলো- নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা, সরকারেরর কর্মকাণ্ড, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা।
জরিপ মতে, সদ্য বিদায়ী বছরে গণতান্ত্রিক পরিবেশ অনেকটা ২০১৭ সালের মতো। সবমিলিয়ে বিশ্বে ৪ দশমিক ৫ শতাংশ মানুষ সম্পূর্ণ গণতান্ত্রিক দেশে বাস করছে।
আর ৪২ দেশের গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি ঘটছে। ২০১৭ সালে যে সংখ্যা ছিল ৮৯।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৯ জানুয়ারি, ২০১৯ ২১:৩৩

আন্তর্জাতিক পরিসরে ২০১৮ সালে গণতনন্ত্র স্থিতিশীল রয়েছে। তবে বাংলাদেশে গণতন্ত্র ক্রমে উন্নতি করছে। আগের বছরের তুলনায় ২০১৮ সালে বাংলাদেশে গণতন্ত্র চার ধাপ উন্নতি করেছে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বুধবার পাঁচ মানদণ্ডে ২০১৮ সালের পরিস্থিতি বিচার করে যে প্রতিবেদন দিয়েছে, সেখানে বাংলাদেশের অবস্থানের চার ধাপ উন্নতি হয়েছে।
৫.৫৭ স্কোর নিয়ে এই সূচকে বাংলাদেশ এবার রয়েছে ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের মধ্যে ৮৮তম অবস্থানে।
গতবছর এই সূচকে বাংলাদেশের স্কোর ছিল ৫.৪৩; এক ধাক্কায় আট ধাপ পিছিয়ে বাংলাদেশ নেমে গিয়েছিল ৯২তম অবস্থানে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ২০০৬ সালে এই সূচক প্রকাশের পর সেটাই ছিল বাংলাদেশের সবচেয়ে বাজে অবস্থান।
এশিয়ার মধ্যে ভারতের অবস্থান ৪১তম এবং শ্রীলংকার অবস্থান ৭১তম।
যে পাঁচ ক্যাটাগরিকে বিবেচনায় রাখা হয়েছে সেগুলো হলো- নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা, সরকারেরর কর্মকাণ্ড, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা। জরিপ মতে, সদ্য বিদায়ী বছরে গণতান্ত্রিক পরিবেশ অনেকটা ২০১৭ সালের মতো। সবমিলিয়ে বিশ্বে ৪ দশমিক ৫ শতাংশ মানুষ সম্পূর্ণ গণতান্ত্রিক দেশে বাস করছে। আর ৪২ দেশের গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি ঘটছে। ২০১৭ সালে যে সংখ্যা ছিল ৮৯।