বাংলাদেশের রিজার্ভ চুরিতে ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তার সাজা
অনলাইন ডেস্ক | ১০ জানুয়ারি, ২০১৯ ১১:২৭
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের সাবেক ব্যাংক কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে ফিলিপাইনের এক আদালত। অর্থ পাচারের আটটি অভিযোগে সেই কর্মকর্তার ৩২-৫৬ বছরের কারাদণ্ড হতে পারে।
রয়টার্স জানায়, দণ্ডপ্রাপ্ত মাইয়া সান্তোস দেগুইতো ম্যানিলাভিত্তিক রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) শাখা ব্যবস্থাপক ছিলেন।
প্রতিটি অপরাধের জন্য তার চার থেকে ৭ বছরের জেল হতে পারে। সেইসঙ্গে সাবেক এ ব্যাংক কর্মকর্তাকে দশ কোটি ৯০ লাখ ডলার অর্থদণ্ডও দিয়েছে আদালত।
মাইয়ার বিরুদ্ধে প্রমাণিত প্রথম অভিযোগ হচ্ছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে আট কোটি ১০ লাখ ডলার গায়েব করার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তিনি।
তিনবছর আগে বিশ্বের অন্যতম সাইবার চুরির এ ঘটনা ঘটে। বিশ্বব্যাপী আলোড়ন তোলা এ ঘটনায় বৃহস্পতিবার মাইয়াকে দোষী সাব্যস্ত করেছে আদালত সেইসঙ্গে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহার করে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে করা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ওই অর্থ চুরি করে দুর্বৃত্তরা।
গায়েব করে দেওয়া বিপুল পরিমাণ এ অর্থ আরসিবিসির ম্যানিলার একটি শাখায় পাঠানো হয়। মাইয়া ছিলেন ওই শাখার ব্যবস্থাপক। সেখান থেকে এ টাকা ফিলিপাইনের ক্যাসিনো ইন্ডাস্ট্রিতে চলে যায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১০ জানুয়ারি, ২০১৯ ১১:২৭

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের সাবেক ব্যাংক কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে ফিলিপাইনের এক আদালত। অর্থ পাচারের আটটি অভিযোগে সেই কর্মকর্তার ৩২-৫৬ বছরের কারাদণ্ড হতে পারে।
রয়টার্স জানায়, দণ্ডপ্রাপ্ত মাইয়া সান্তোস দেগুইতো ম্যানিলাভিত্তিক রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) শাখা ব্যবস্থাপক ছিলেন।
প্রতিটি অপরাধের জন্য তার চার থেকে ৭ বছরের জেল হতে পারে। সেইসঙ্গে সাবেক এ ব্যাংক কর্মকর্তাকে দশ কোটি ৯০ লাখ ডলার অর্থদণ্ডও দিয়েছে আদালত।
মাইয়ার বিরুদ্ধে প্রমাণিত প্রথম অভিযোগ হচ্ছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে আট কোটি ১০ লাখ ডলার গায়েব করার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তিনি।
তিনবছর আগে বিশ্বের অন্যতম সাইবার চুরির এ ঘটনা ঘটে। বিশ্বব্যাপী আলোড়ন তোলা এ ঘটনায় বৃহস্পতিবার মাইয়াকে দোষী সাব্যস্ত করেছে আদালত সেইসঙ্গে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহার করে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে করা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ওই অর্থ চুরি করে দুর্বৃত্তরা।
গায়েব করে দেওয়া বিপুল পরিমাণ এ অর্থ আরসিবিসির ম্যানিলার একটি শাখায় পাঠানো হয়। মাইয়া ছিলেন ওই শাখার ব্যবস্থাপক। সেখান থেকে এ টাকা ফিলিপাইনের ক্যাসিনো ইন্ডাস্ট্রিতে চলে যায়।