বিক্ষোভের পর সাভারে ৩০ কারখানা বন্ধ
সাভার প্রতিনিধি | ১০ জানুয়ারি, ২০১৯ ১৭:২৭
বৃহস্পতিবার সাভারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে শ্রমিকরা। ছবি: দেশ রূপান্তর
সদ্য ঘোষিত মজুরি কাঠামোতে বৈষম্যের অভিযোগ তুলে অবিলম্বে সমহারে বেতন বৃদ্ধির দাবিতে সাভার-আশুলিয়ায় টানা ৫ম দিনের মতো বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভের ঘটনায় বৃহস্পতিবার প্রায় ৩০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
দাবি আদায়ে শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক ও বিশমাইল-জিরাব সড়কে অগ্নিসংযোগসহ অবরোধ করে রাখে। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বেরন ও কাঠগড়া এলাকায় এ সড়ক অবরোধের ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে বিভিন্ন কারখানার কয়েক হাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেয়। একপর্যায়ে শ্রমিকরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ারসেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়। পরে বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের উপস্থিতিতে প্রায় ১ ঘণ্টা পর টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামিনুর রহমান বলেন, শ্রমিক বিক্ষোভের ঘটনায় আশুলিয়ার কাঠগড়া ও জামগড়া এলাকায় শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাভার প্রতিনিধি | ১০ জানুয়ারি, ২০১৯ ১৭:২৭

সদ্য ঘোষিত মজুরি কাঠামোতে বৈষম্যের অভিযোগ তুলে অবিলম্বে সমহারে বেতন বৃদ্ধির দাবিতে সাভার-আশুলিয়ায় টানা ৫ম দিনের মতো বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভের ঘটনায় বৃহস্পতিবার প্রায় ৩০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
দাবি আদায়ে শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক ও বিশমাইল-জিরাব সড়কে অগ্নিসংযোগসহ অবরোধ করে রাখে। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বেরন ও কাঠগড়া এলাকায় এ সড়ক অবরোধের ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে বিভিন্ন কারখানার কয়েক হাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেয়। একপর্যায়ে শ্রমিকরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ারসেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়। পরে বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের উপস্থিতিতে প্রায় ১ ঘণ্টা পর টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামিনুর রহমান বলেন, শ্রমিক বিক্ষোভের ঘটনায় আশুলিয়ার কাঠগড়া ও জামগড়া এলাকায় শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়।