এরশাদের ‘বিশেষ দূত’ পদের অবসান
বিশেষ প্রতিনিধি | ১১ জানুয়ারি, ২০১৯ ২১:৫৪
এখন আর প্রধানমন্ত্রীর বিশেষ দূত নন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের জন্য স্পিকারের অনুমোদন পাওয়ায় এরশাদের এ পদের অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বৃহস্পতিবার জারি করা মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ জানুয়ারি নিজের ‘বিশেষ দূত’ হিসেবে এরশাদের নিয়োগের ‘অবসান’ ঘটিয়েছেন। গতকাল শুক্রবার ওই আদেশ প্রকাশ করা হয়।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে এককভাবে ২৫৭ আসন পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। জোটসঙ্গী জাতীয় পার্টি পেয়েছে ২২ আসন।
আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার কার্যপ্রণালি বিধি অনুযায়ী এরশাদকে সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিরোধীদলীয় উপনেতা করা হয় তার ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে।
দশম জাতীয় সংসদে বিরোধী দলের পাশাপাশি সরকারের মন্ত্রিসভাতেও ছিল জাতীয় পার্টি। এরশাদের স্ত্রী রওশন এরশাদ ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা ও এরশাদ ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। জাতীয় পার্টির তিন নেতা ছিলেন সরকারের মন্ত্রিসভার সদস্য।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বিশেষ প্রতিনিধি | ১১ জানুয়ারি, ২০১৯ ২১:৫৪

এখন আর প্রধানমন্ত্রীর বিশেষ দূত নন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের জন্য স্পিকারের অনুমোদন পাওয়ায় এরশাদের এ পদের অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বৃহস্পতিবার জারি করা মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ জানুয়ারি নিজের ‘বিশেষ দূত’ হিসেবে এরশাদের নিয়োগের ‘অবসান’ ঘটিয়েছেন। গতকাল শুক্রবার ওই আদেশ প্রকাশ করা হয়।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে এককভাবে ২৫৭ আসন পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। জোটসঙ্গী জাতীয় পার্টি পেয়েছে ২২ আসন।
আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার কার্যপ্রণালি বিধি অনুযায়ী এরশাদকে সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিরোধীদলীয় উপনেতা করা হয় তার ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে।
দশম জাতীয় সংসদে বিরোধী দলের পাশাপাশি সরকারের মন্ত্রিসভাতেও ছিল জাতীয় পার্টি। এরশাদের স্ত্রী রওশন এরশাদ ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা ও এরশাদ ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। জাতীয় পার্টির তিন নেতা ছিলেন সরকারের মন্ত্রিসভার সদস্য।