ভূমি অফিসে কর্মরতদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ
চট্টগ্রাম ব্যুরো | ১২ জানুয়ারি, ২০১৯ ১৭:০৬
দুর্নীতি ও হয়রানিরোধে দেশের সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শনিবার (১২ জানুয়ারি) সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশণার কথা জানান।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের প্রত্যেক ভূমি অফিস সিসিটিভির (ক্লোজ সার্কিট ক্যামেরা) আওতায় আনা হবে। মন্ত্রণালয় থেকে সেটি নিয়ন্ত্রণ করা হবে। জনগণের হয়রানি কমাতে শিগগিরই দেশের বিভিন্ন ভূমি অফিসে আবারও সারপ্রাইজ ভিজিট করা হবে। ভূমি অধিগ্রহণের নোটিশ জারির পর মামলা হয়। ভূমি অফিসের নিচু শ্রেণির কর্মচারীরা এর সঙ্গে জড়িত। এসব হয়রানি ঠেকাতে নতুন সিস্টেম বের করছি। যাদের সমস্যা আছে, তাদের কেটে পড়া উচিত। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। দুর্নীতির বিষয়ে আমি জিরো টলারেন্স।’
ভূমিমন্ত্রী আরও বলেন, ‘সততা ও স্বচ্ছতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী করেছেন। ব্যর্থতার দায় নিয়ে আমি এখান থেকে যাবো না। দুর্নীতি যেইদিন আমাকে স্পর্শ করবে, সেইদিন যেন আমার মৃত্যু হয়। জনগণকে ভাল কিছু দেওয়ার প্রত্যয় নিয়ে দায়িত্ব নেওয়ার প্রথমদিন থেকেই কাজে নেমে গেছি।’
এছাড়াও চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত ৪ মন্ত্রী-উপমন্ত্রীকে নিয়ে চট্টগ্রামের উন্নয়ন কাজকে আরও ত্বরান্বিত করার কথাও জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
মতবিনিময়কালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ১২ জানুয়ারি, ২০১৯ ১৭:০৬

দুর্নীতি ও হয়রানিরোধে দেশের সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শনিবার (১২ জানুয়ারি) সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশণার কথা জানান।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের প্রত্যেক ভূমি অফিস সিসিটিভির (ক্লোজ সার্কিট ক্যামেরা) আওতায় আনা হবে। মন্ত্রণালয় থেকে সেটি নিয়ন্ত্রণ করা হবে। জনগণের হয়রানি কমাতে শিগগিরই দেশের বিভিন্ন ভূমি অফিসে আবারও সারপ্রাইজ ভিজিট করা হবে। ভূমি অধিগ্রহণের নোটিশ জারির পর মামলা হয়। ভূমি অফিসের নিচু শ্রেণির কর্মচারীরা এর সঙ্গে জড়িত। এসব হয়রানি ঠেকাতে নতুন সিস্টেম বের করছি। যাদের সমস্যা আছে, তাদের কেটে পড়া উচিত। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। দুর্নীতির বিষয়ে আমি জিরো টলারেন্স।’
ভূমিমন্ত্রী আরও বলেন, ‘সততা ও স্বচ্ছতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী করেছেন। ব্যর্থতার দায় নিয়ে আমি এখান থেকে যাবো না। দুর্নীতি যেইদিন আমাকে স্পর্শ করবে, সেইদিন যেন আমার মৃত্যু হয়। জনগণকে ভাল কিছু দেওয়ার প্রত্যয় নিয়ে দায়িত্ব নেওয়ার প্রথমদিন থেকেই কাজে নেমে গেছি।’
এছাড়াও চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত ৪ মন্ত্রী-উপমন্ত্রীকে নিয়ে চট্টগ্রামের উন্নয়ন কাজকে আরও ত্বরান্বিত করার কথাও জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
মতবিনিময়কালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।