‘বিএনপি-ঐক্যফ্রন্টের রাজনীতি করার কোন সুযোগ নেই’
শরীয়তপুর প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০১৯ ১৯:৪৯
দিকে নড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি। ছবি: দেশ রূপান্তর
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি- ঐক্যফ্রন্টের রাজনীতি করার কোন সুযোগ নেই।
বাংলাদেশের মানুষ জামায়াত, বিএনপি ও ঐক্যফ্রন্ট চায় না উল্লেখ করে তিনি বলেন, তারা রাজনীতি বোঝে না, রাজনীতি করে না, তারা করে তামাশা, করে ঘেউ ঘেউ। তারা গত ১০ বছরে ১০ মিনিটও আন্দোলন করতে পারেনি।
রোববার বিকেল ৩টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামীম এসব বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ দুর্নীতিতে ভরে যায়। আর শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশ নিরাপদ থাকে।
শামীম শরীয়তপুরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসা কখনো ভুলব না। জীবন দিয়ে চেষ্টা করব আপনাদের কষ্ট দুর করতে। প্রধানমন্ত্রীর নির্দেশে নড়িয়া নদী ভাঙন রোধে কাজ চলছে। কাজের গতি ১০ গুন বেড়েছে। আর এক ইঞ্চি জমিও যেন নদীতে না যায় সেই চেষ্টা করব।
শরীয়তপুরের তিন সংসদ সদস্য আমরা ভাই ভাই উল্লেখ করে তিনি বলেন, তিন সাংসদ মিলে শরীয়তপুররে সর্বোচ্চ উন্নয়ন করতে চাই।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবীর বিন আনোয়ার, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
শরীয়তপুর প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০১৯ ১৯:৪৯

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি- ঐক্যফ্রন্টের রাজনীতি করার কোন সুযোগ নেই।
বাংলাদেশের মানুষ জামায়াত, বিএনপি ও ঐক্যফ্রন্ট চায় না উল্লেখ করে তিনি বলেন, তারা রাজনীতি বোঝে না, রাজনীতি করে না, তারা করে তামাশা, করে ঘেউ ঘেউ। তারা গত ১০ বছরে ১০ মিনিটও আন্দোলন করতে পারেনি।
রোববার বিকেল ৩টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামীম এসব বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ দুর্নীতিতে ভরে যায়। আর শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশ নিরাপদ থাকে।
শামীম শরীয়তপুরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসা কখনো ভুলব না। জীবন দিয়ে চেষ্টা করব আপনাদের কষ্ট দুর করতে। প্রধানমন্ত্রীর নির্দেশে নড়িয়া নদী ভাঙন রোধে কাজ চলছে। কাজের গতি ১০ গুন বেড়েছে। আর এক ইঞ্চি জমিও যেন নদীতে না যায় সেই চেষ্টা করব।
শরীয়তপুরের তিন সংসদ সদস্য আমরা ভাই ভাই উল্লেখ করে তিনি বলেন, তিন সাংসদ মিলে শরীয়তপুররে সর্বোচ্চ উন্নয়ন করতে চাই।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবীর বিন আনোয়ার, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।