রোহিঙ্গা সংকটের সহজেই সমাধান হবে না: পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিনিধি | ১৪ জানুয়ারি, ২০১৯ ২৩:২৬
ফাইল ফটো
রোহিঙ্গা সংকট সহজেই সমাধান হবে না উল্লেখ করে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। রোহিঙ্গা ইস্যু জিইয়ে থাকলে ভারত-চীনসহ সবার স্বার্থ ব্যাহত হব’।
বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান নিয়ে স্টাডি করার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই গবেষণা থেকে রোহিঙ্গাদের কারণে আমাদের দেশের সামাজিক, আর্থিক ও নিরাপত্তা ব্যবস্থায় কী কী প্রভাব পড়েছে তা জানার চেষ্টা করা হবে।
সোমবার বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশ অভিনন্দন ও আমন্ত্রণ জানালেও বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ ভারত দিয়েই প্রথম বিদেশ সফর শুরু করতে চান।
রোহিঙ্গা সংকটে বৈশ্বিক সম্প্রদায়ের অবস্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত আবদুল মোমেন বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বৈশ্বিক সম্প্রদায়ের যে কর্মকাণ্ড সেটা মোটেই সন্তোষজনক নয়। তাদেরকে এ বিষয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায় বাংলাদেশ।
রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়ার অবস্থান প্রসঙ্গে বলেন, ‘তারাও আমাদের সঙ্গে রয়েছে। রাজনীতিতে ভিন্ন ভাবে বিভিন্ন সময় পরিবর্তন আসে। আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বলে কিছু নেই’।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমেই অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেবেন জানিয়ে তিনি বলেন, বিশ্বের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে এবং বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করতে এবার অর্থনৈতিক কূটনৈতিক কর্মকাণ্ডে জোর দেয়া হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বিশেষ প্রতিনিধি | ১৪ জানুয়ারি, ২০১৯ ২৩:২৬

রোহিঙ্গা সংকট সহজেই সমাধান হবে না উল্লেখ করে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। রোহিঙ্গা ইস্যু জিইয়ে থাকলে ভারত-চীনসহ সবার স্বার্থ ব্যাহত হব’।
বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান নিয়ে স্টাডি করার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই গবেষণা থেকে রোহিঙ্গাদের কারণে আমাদের দেশের সামাজিক, আর্থিক ও নিরাপত্তা ব্যবস্থায় কী কী প্রভাব পড়েছে তা জানার চেষ্টা করা হবে।
সোমবার বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশ অভিনন্দন ও আমন্ত্রণ জানালেও বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ ভারত দিয়েই প্রথম বিদেশ সফর শুরু করতে চান।
রোহিঙ্গা সংকটে বৈশ্বিক সম্প্রদায়ের অবস্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত আবদুল মোমেন বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বৈশ্বিক সম্প্রদায়ের যে কর্মকাণ্ড সেটা মোটেই সন্তোষজনক নয়। তাদেরকে এ বিষয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায় বাংলাদেশ।
রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়ার অবস্থান প্রসঙ্গে বলেন, ‘তারাও আমাদের সঙ্গে রয়েছে। রাজনীতিতে ভিন্ন ভাবে বিভিন্ন সময় পরিবর্তন আসে। আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বলে কিছু নেই’।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমেই অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেবেন জানিয়ে তিনি বলেন, বিশ্বের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে এবং বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করতে এবার অর্থনৈতিক কূটনৈতিক কর্মকাণ্ডে জোর দেয়া হবে।