দ্রুত এমপিও জটিলতা নিরসনের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক | ১৬ জানুয়ারি, ২০১৯ ২০:২৯
দ্রুত এমপিও সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন ডা. দীপু মণি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের’ সঙ্গে আলাপে বুধবার দুপুরে এ আশ্বাস দেন তারা।
শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা জানানোর পর তাদের সঙ্গে আলাপকালে দুই মন্ত্রী এ আশ্বাস দেন।
কয়েকজন শিক্ষক নেতা দেশ রূপান্তরকে জানান, তারা শিক্ষকদের বর্তমান অবস্থা ও তাদের মানবেতর জীবনযাপনের চিত্র দুই মন্ত্রীর কাছে তুলে ধরেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষক নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে দ্রুত এমপিওভুক্তির কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তারা জানান, দুই মন্ত্রী দায়িত্ব গ্রহণের পর নন-এমপিওভুক্ত শিক্ষকরা নতুন করে আশার আলো দেখছেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়সহ অনেকে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৬ জানুয়ারি, ২০১৯ ২০:২৯

দ্রুত এমপিও সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন ডা. দীপু মণি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের’ সঙ্গে আলাপে বুধবার দুপুরে এ আশ্বাস দেন তারা।
শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা জানানোর পর তাদের সঙ্গে আলাপকালে দুই মন্ত্রী এ আশ্বাস দেন।
কয়েকজন শিক্ষক নেতা দেশ রূপান্তরকে জানান, তারা শিক্ষকদের বর্তমান অবস্থা ও তাদের মানবেতর জীবনযাপনের চিত্র দুই মন্ত্রীর কাছে তুলে ধরেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষক নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে দ্রুত এমপিওভুক্তির কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তারা জানান, দুই মন্ত্রী দায়িত্ব গ্রহণের পর নন-এমপিওভুক্ত শিক্ষকরা নতুন করে আশার আলো দেখছেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়সহ অনেকে।