ভারতীয় বিশেষজ্ঞদের মতে আ.লীগের বিজয় ইতিবাচক ফল আনবে এশিয়ায়
অনলাইন ডেস্ক | ১৮ জানুয়ারি, ২০১৯ ২১:১৭
ভারতীয় পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও গবেষকদের মতে- ‘বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিজয় দক্ষিণ এশিয়া অঞ্চল তথা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে সহায়ক হবে’।
গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুধবার ভারতের নয়াদিল্লির সাপ্রু হাউসে এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা এ মত ব্যক্ত করেন। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ‘বাংলাদেশে একাদশ সংসদীয় নির্বাচন’ শীর্ষক ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ)-এর ফেলো, পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ও সাবেক কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী।
পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ‘বেশ কিছু ইতিবাচক বিষয় কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অসামান্য, এটি বর্তমান বিশ্বে একটি দৃষ্টান্ত।’
পিনাক চক্রবর্তী বলেন, নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করেছে। কেননা, হাসিনা ও তার দল বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থনে একটি জোয়ার এসেছে।
তিনি শেখ হাসিনার অর্থনৈতিক দক্ষতার প্রশংসা করে বলেন, ওনার (শেখ হাসিনার) দক্ষতা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হতে সহায়ক হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়… কিসিঞ্জার এখনো বেঁচে আছেন, বাংলাদেশের দেশের অর্থনৈতিক উন্নয়ন দেখলে তিনি অবাক হবেন।’
বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক চক্রবর্তী বলেন, বাংলাদেশের বর্তমান ৭ প্লাস জিডিপি প্রবৃদ্ধি খুবই চিত্তাকর্ষক। এ ছাড়া, সামাজিক খাতের উন্নতিও অনেক বেশি মনোমুগ্ধকর।
তিনি বলেন, ‘আমার মনে হয়- বাংলাদেশের একটি প্রজন্মগত পরিবর্তন হচ্ছে। তরুণরা চাকরি ও উন্নত ভবিষ্যৎ চান। শেখ হাসিনা তাদের কাজ দিয়েছেন এবং তরুণরা এখন তার ওপর আস্থা স্থাপন করেছেন।’ তিনি বলেন, আজকের তরুণ প্রজন্ম তাদের ১৯৭১ সালের যুদ্ধের ইতিহাস নিয়ে গর্ববোধ করে। এটি এখন একটি বড় ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৮ জানুয়ারি, ২০১৯ ২১:১৭

ভারতীয় পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও গবেষকদের মতে- ‘বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিজয় দক্ষিণ এশিয়া অঞ্চল তথা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে সহায়ক হবে’।
গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুধবার ভারতের নয়াদিল্লির সাপ্রু হাউসে এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা এ মত ব্যক্ত করেন। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ‘বাংলাদেশে একাদশ সংসদীয় নির্বাচন’ শীর্ষক ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ)-এর ফেলো, পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ও সাবেক কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী।
পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ‘বেশ কিছু ইতিবাচক বিষয় কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অসামান্য, এটি বর্তমান বিশ্বে একটি দৃষ্টান্ত।’
পিনাক চক্রবর্তী বলেন, নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করেছে। কেননা, হাসিনা ও তার দল বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থনে একটি জোয়ার এসেছে।
তিনি শেখ হাসিনার অর্থনৈতিক দক্ষতার প্রশংসা করে বলেন, ওনার (শেখ হাসিনার) দক্ষতা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হতে সহায়ক হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়… কিসিঞ্জার এখনো বেঁচে আছেন, বাংলাদেশের দেশের অর্থনৈতিক উন্নয়ন দেখলে তিনি অবাক হবেন।’
বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক চক্রবর্তী বলেন, বাংলাদেশের বর্তমান ৭ প্লাস জিডিপি প্রবৃদ্ধি খুবই চিত্তাকর্ষক। এ ছাড়া, সামাজিক খাতের উন্নতিও অনেক বেশি মনোমুগ্ধকর।
তিনি বলেন, ‘আমার মনে হয়- বাংলাদেশের একটি প্রজন্মগত পরিবর্তন হচ্ছে। তরুণরা চাকরি ও উন্নত ভবিষ্যৎ চান। শেখ হাসিনা তাদের কাজ দিয়েছেন এবং তরুণরা এখন তার ওপর আস্থা স্থাপন করেছেন।’ তিনি বলেন, আজকের তরুণ প্রজন্ম তাদের ১৯৭১ সালের যুদ্ধের ইতিহাস নিয়ে গর্ববোধ করে। এটি এখন একটি বড় ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়েছে।