সীমান্ত নিরাপত্তায় বিজিবির ডিজিটাল প্রযুক্তি ব্যবহার
নিজস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারি, ২০১৯ ২১:৪২
সীমান্ত নিরাপত্তায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার শুরু করতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। মাদক, অবৈধ অস্ত্র, মানব পাচার প্রতিরোধ ছাড়াও আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাস দমন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে স্মার্ট ডিজিটাল বর্ডার সার্ভিল্যান্স অ্যান্ড ট্যাকটিক্যাল রেসপন্স সিস্টেম নামে এই ডিজিটাল প্রযুক্তি স্থাপন করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সূত্রে এ তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু নাছের ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারের কাছে পাঠানো হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তবর্তী প্রায় ১১৩ কিলোমিটার এলাকায় সার্ভিল্যান্স সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে। আরও ৯৬ কিলোমিটারে স্থাপনের জন্য ৩৬০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে ২০১৬-১৭ অর্থবছর হতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক স্পর্শকাতর সীমান্ত এলাকায় স্মার্ট ডিজিটাল বর্ডার সার্ভিল্যান্স অ্যান্ড ট্যাকটিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন শুরু হয়েছে। ইতিমধ্যে যশোরের পুটখালী এবং কক্সবাজারের টেকনাফ সীমান্তের বেশ কিছু এলাকায় সার্ভিল্যান্স সিস্টেম স্থাপন করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারি, ২০১৯ ২১:৪২

সীমান্ত নিরাপত্তায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার শুরু করতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। মাদক, অবৈধ অস্ত্র, মানব পাচার প্রতিরোধ ছাড়াও আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাস দমন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে স্মার্ট ডিজিটাল বর্ডার সার্ভিল্যান্স অ্যান্ড ট্যাকটিক্যাল রেসপন্স সিস্টেম নামে এই ডিজিটাল প্রযুক্তি স্থাপন করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সূত্রে এ তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু নাছের ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারের কাছে পাঠানো হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তবর্তী প্রায় ১১৩ কিলোমিটার এলাকায় সার্ভিল্যান্স সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে। আরও ৯৬ কিলোমিটারে স্থাপনের জন্য ৩৬০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে ২০১৬-১৭ অর্থবছর হতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক স্পর্শকাতর সীমান্ত এলাকায় স্মার্ট ডিজিটাল বর্ডার সার্ভিল্যান্স অ্যান্ড ট্যাকটিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন শুরু হয়েছে। ইতিমধ্যে যশোরের পুটখালী এবং কক্সবাজারের টেকনাফ সীমান্তের বেশ কিছু এলাকায় সার্ভিল্যান্স সিস্টেম স্থাপন করা হয়েছে।