পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন
পটুয়াখালী প্রতিনিধি | ১৯ জানুয়ারি, ২০১৯ ১৭:৩৫
শনিবার পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগে। ছবি: দেশ রূপান্তর
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ২৬৪০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি ওয়ার্কশপ। বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপে শনিবার বেলা এগারটায় দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি প্রকল্প কর্তৃপক্ষ। কলাপাড়া ফায়ার সার্ভিস টিম এবং চীনা ও স্থানীয় শ্রমিকদের প্রচেষ্টায় বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এ ঘটনায় টারবাইন সাইটের একটি ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় গোটা প্ল্যান্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় প্রকল্পের সব কর্মকাণ্ড।
বাংলাদেশ-চায়না প্রাইভেট কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) এর সহকারী প্রকৌশলী শাহমনি জিকো জানান, ১১টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তাৎক্ষণিক শ্রমিকদের নিয়ে পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। প্রায় আধঘণ্টা পরে ফায়ার সার্ভিসের দল সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। এতে প্ল্যান্টে কোনো প্রভাব না পড়লেও অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন এ প্রকৌশলী।
বিসিপিসিএলের সহাকারী প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। শুধু ওয়ার্কশপটি পুড়ে গেছে। বাকি সব স্বাভাবিক রয়েছে।
ঘটনাস্থলে কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম রয়েছেন বলে নিশ্চিত করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
পটুয়াখালী প্রতিনিধি | ১৯ জানুয়ারি, ২০১৯ ১৭:৩৫

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ২৬৪০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি ওয়ার্কশপ। বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপে শনিবার বেলা এগারটায় দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি প্রকল্প কর্তৃপক্ষ। কলাপাড়া ফায়ার সার্ভিস টিম এবং চীনা ও স্থানীয় শ্রমিকদের প্রচেষ্টায় বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এ ঘটনায় টারবাইন সাইটের একটি ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় গোটা প্ল্যান্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় প্রকল্পের সব কর্মকাণ্ড।
বাংলাদেশ-চায়না প্রাইভেট কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) এর সহকারী প্রকৌশলী শাহমনি জিকো জানান, ১১টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তাৎক্ষণিক শ্রমিকদের নিয়ে পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। প্রায় আধঘণ্টা পরে ফায়ার সার্ভিসের দল সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। এতে প্ল্যান্টে কোনো প্রভাব না পড়লেও অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন এ প্রকৌশলী।
বিসিপিসিএলের সহাকারী প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। শুধু ওয়ার্কশপটি পুড়ে গেছে। বাকি সব স্বাভাবিক রয়েছে।
ঘটনাস্থলে কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম রয়েছেন বলে নিশ্চিত করেন।