রিজার্ভের অর্থ ফেরত পেতে মামলা করতে যাচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক | ২০ জানুয়ারি, ২০১৯ ১৬:৩২
বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ ফেরত পেতে নিউইয়র্কের আদালতে মামলা করতে যাচ্ছে সরকার।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ ফেরত পেতে এ মাসেই যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করা হবে।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ১ কোটি ৪৫ লাখ ডলার ও ফিলিপাইনে যাওয়া ১ কোটি ৪৫ লাখ ডলার ফেরত আনা সম্ভব হয় কয়েক মাসের মধ্যেই। বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলার ফেরত পাওয়া যায়নি।
রোববার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্রের আইনজীবীরা ঠিক করবেন এ মামলায় কাকে আসামি করা যায়।
যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী মানি লন্ডারিং মামলা ঘটনার তিন বচরের মধ্যে করতে হয়। সে হিসেবে বাংলাদেশ ব্যাঙ্কের রিজার্ভ চুরির ঘটনায় মামলা করার শেষ সময় জানুয়ারি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২০ জানুয়ারি, ২০১৯ ১৬:৩২

বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ ফেরত পেতে নিউইয়র্কের আদালতে মামলা করতে যাচ্ছে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ ফেরত পেতে এ মাসেই যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করা হবে।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ১ কোটি ৪৫ লাখ ডলার ও ফিলিপাইনে যাওয়া ১ কোটি ৪৫ লাখ ডলার ফেরত আনা সম্ভব হয় কয়েক মাসের মধ্যেই। বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলার ফেরত পাওয়া যায়নি।
রোববার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্রের আইনজীবীরা ঠিক করবেন এ মামলায় কাকে আসামি করা যায়। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী মানি লন্ডারিং মামলা ঘটনার তিন বচরের মধ্যে করতে হয়। সে হিসেবে বাংলাদেশ ব্যাঙ্কের রিজার্ভ চুরির ঘটনায় মামলা করার শেষ সময় জানুয়ারি।