বিশ্বের নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় বিমান বাংলাদেশ
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০১৯ ১৮:৩১
যাত্রী পরিবহনের দিক দিয়ে বিশ্বের নিরাপদ এয়ারলাইনসে তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ বিমান।
অস্ট্রেলিয়াভিত্তিক এয়ারলাইন রেটিংস ডটকম রোববার বিশ্বের ৪০৫টি বিমান সংস্থা নিয়ে চালানো এ তালিকা প্রকাশ করে।
যাত্রীসেবা, নিরাপত্তা ও বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ডে সাত তারকার মধ্যে পাঁচ তারকা পায় বিমান।
নির্দিষ্ট কিছু মানদণ্ডে বিচার করে বিমান সংস্থা নিয়ে ২০১৩ সাল থেকে এ তালিকা প্রকাশ করে থাকে এয়ারলাইন রেটিংস ডটকম।
এ তালিকা প্রকাশে বিশেষ করে আইয়াটা অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সনদ ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুমোদন আছে কিনা, আইসিএওয়ের আটটি নিরাপত্তা প্যারামিটার ও দুর্ঘটনার হারও বিবেচনা করা হয়।
এ তালিকায় আরও গুরুত্ব পায় প্রতিটি এয়ারলাইনের উড়োজাহাজের বয়স, দুর্ঘটনা ও লাভজনকের হারও।
এয়ারলাইন রেটিংসের ওয়েবসাইটে দেখা গেছে, আইওএসএ সনদপ্রাপ্ত হওয়ায় তিন তারকা পেয়েছে বিমান বাংলাদেশ। ইইউ কালো তালিকাভুক্ত না হওয়ায় এক তারকা এবং গত ১০ বছরে কোনো দুর্ঘটনায় না পড়ায় এক তারকা পেয়েছে বিমান সংস্থাটি।
তবে এফএএ অনুমোদন না থাকা ও আইসিএওয়ের নিরাপত্তা প্যারামিটার সম্পন্ন করা না থাকায় একটি করে মোট দুটি তারকা হারিয়েছে বিমান।
অপর দিকে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান নভোএয়ার পেয়েছে তিন তারকা। তারা আইওএসএর তিন তারকার একটাই পাইনি। আইসিএওয়ের তারকাটিও তারা পায়নি।
এদিকে প্রতিবেশী দেশ ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া পেয়েছে ছয় তারকা। তারা শুধু আইসিএওয়ের তারকাটি হারিয়েছে। একইভাবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সও পেয়েছে ছয় তারকা। তবে তারা এক তারকা হারিয়েছে দুর্ঘটনার মানদণ্ডে।
দেশ হিসেবে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, জাপান, চীন, বেলজিয়াম, ইতালি, গ্রিস, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, স্পেন, মেক্সিকো, নরওয়ে, উজবেকস্তান, নেদারল্যান্ড, ইকুয়েডর, লাটভিয়া, চিলি, সিঙ্গাপুর, রোমানিয়া, সুইজারল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক রিপাবলিক, সৌদি আরব, জর্দান, কাতার, ইরান, ইসরায়েল, বাহরাইন, আরব আমিরাত, ম্যাকাউ, ফিলিপাইন, ব্রাজিল, ডেনমার্ক, পর্তুগাল, মোঙ্গলিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, সুইডেন,জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ড, হংকং, জর্জিয়া, মাদাগাস্কার, ইন্দোনেশিয়া, ফ্রিন্ডল্যান্ড, ক্রোয়েশিয়া, ক্রিনিদাদ ও টোবাকো, বুলগেরিয়া, নাইজেরিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ডের বিমান সংস্থাগুলো সাত তারকার মধ্যে সাতটি তারকা পেয়ে সবচেয়ে নিরাপদ এয়ারলাইনের তালিকায় স্থান করে নিয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০১৯ ১৮:৩১

যাত্রী পরিবহনের দিক দিয়ে বিশ্বের নিরাপদ এয়ারলাইনসে তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ বিমান।
অস্ট্রেলিয়াভিত্তিক এয়ারলাইন রেটিংস ডটকম রোববার বিশ্বের ৪০৫টি বিমান সংস্থা নিয়ে চালানো এ তালিকা প্রকাশ করে।
যাত্রীসেবা, নিরাপত্তা ও বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ডে সাত তারকার মধ্যে পাঁচ তারকা পায় বিমান।
নির্দিষ্ট কিছু মানদণ্ডে বিচার করে বিমান সংস্থা নিয়ে ২০১৩ সাল থেকে এ তালিকা প্রকাশ করে থাকে এয়ারলাইন রেটিংস ডটকম।
এ তালিকা প্রকাশে বিশেষ করে আইয়াটা অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সনদ ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুমোদন আছে কিনা, আইসিএওয়ের আটটি নিরাপত্তা প্যারামিটার ও দুর্ঘটনার হারও বিবেচনা করা হয়।
এ তালিকায় আরও গুরুত্ব পায় প্রতিটি এয়ারলাইনের উড়োজাহাজের বয়স, দুর্ঘটনা ও লাভজনকের হারও।
এয়ারলাইন রেটিংসের ওয়েবসাইটে দেখা গেছে, আইওএসএ সনদপ্রাপ্ত হওয়ায় তিন তারকা পেয়েছে বিমান বাংলাদেশ। ইইউ কালো তালিকাভুক্ত না হওয়ায় এক তারকা এবং গত ১০ বছরে কোনো দুর্ঘটনায় না পড়ায় এক তারকা পেয়েছে বিমান সংস্থাটি।
তবে এফএএ অনুমোদন না থাকা ও আইসিএওয়ের নিরাপত্তা প্যারামিটার সম্পন্ন করা না থাকায় একটি করে মোট দুটি তারকা হারিয়েছে বিমান।
অপর দিকে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান নভোএয়ার পেয়েছে তিন তারকা। তারা আইওএসএর তিন তারকার একটাই পাইনি। আইসিএওয়ের তারকাটিও তারা পায়নি।
এদিকে প্রতিবেশী দেশ ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া পেয়েছে ছয় তারকা। তারা শুধু আইসিএওয়ের তারকাটি হারিয়েছে। একইভাবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সও পেয়েছে ছয় তারকা। তবে তারা এক তারকা হারিয়েছে দুর্ঘটনার মানদণ্ডে।
দেশ হিসেবে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, জাপান, চীন, বেলজিয়াম, ইতালি, গ্রিস, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, স্পেন, মেক্সিকো, নরওয়ে, উজবেকস্তান, নেদারল্যান্ড, ইকুয়েডর, লাটভিয়া, চিলি, সিঙ্গাপুর, রোমানিয়া, সুইজারল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক রিপাবলিক, সৌদি আরব, জর্দান, কাতার, ইরান, ইসরায়েল, বাহরাইন, আরব আমিরাত, ম্যাকাউ, ফিলিপাইন, ব্রাজিল, ডেনমার্ক, পর্তুগাল, মোঙ্গলিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, সুইডেন,জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ড, হংকং, জর্জিয়া, মাদাগাস্কার, ইন্দোনেশিয়া, ফ্রিন্ডল্যান্ড, ক্রোয়েশিয়া, ক্রিনিদাদ ও টোবাকো, বুলগেরিয়া, নাইজেরিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ডের বিমান সংস্থাগুলো সাত তারকার মধ্যে সাতটি তারকা পেয়ে সবচেয়ে নিরাপদ এয়ারলাইনের তালিকায় স্থান করে নিয়েছে।