২১ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ২০ জানুয়ারি, ২০১৯ ২১:১৪
ছবি: সংগৃহীত
২১ বাংলাদেশিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে দুজন নারী রয়েছেন। রবিবার দুপুরে বিজিবির হাতে তাদের তুলে দেয় বিএসএফ।
পরে বিয়ানীবাজার থানা পুলিশ এদের যার যার পরিবারের কাছে হস্তান্তর করে।
বিজিবি সূত্র জানায়, ২১ জনকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময়ে আটক করেছিল। এদের মধ্যে অনেকে সে দেশে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে সাজা ভোগ করেছেন। শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে তাদের বিএসএফ’র মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
এর আগে বিজিবির সঙ্গে বিএসএফ আলাপ করে বিষয়টির সমঝোতা করে।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর বলেন, ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি সিলেট, কিশোরগঞ্জ ও ঢাকা জেলায়। তাদের যার যার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ২০ জানুয়ারি, ২০১৯ ২১:১৪

ছবি: সংগৃহীত
২১ বাংলাদেশিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে দুজন নারী রয়েছেন। রবিবার দুপুরে বিজিবির হাতে তাদের তুলে দেয় বিএসএফ।
পরে বিয়ানীবাজার থানা পুলিশ এদের যার যার পরিবারের কাছে হস্তান্তর করে।
বিজিবি সূত্র জানায়, ২১ জনকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময়ে আটক করেছিল। এদের মধ্যে অনেকে সে দেশে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে সাজা ভোগ করেছেন। শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে তাদের বিএসএফ’র মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
এর আগে বিজিবির সঙ্গে বিএসএফ আলাপ করে বিষয়টির সমঝোতা করে।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর বলেন, ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি সিলেট, কিশোরগঞ্জ ও ঢাকা জেলায়। তাদের যার যার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শেয়ার করুন