শহীদ মিনারে নেওয়া হবে বুলবুলকে
নিজস্ব প্রতিবেদক | ২২ জানুয়ারি, ২০১৯ ১১:০৮
শেষ শ্রদ্ধা জানাতে সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
বেলা সাড়ে ১২টা পর্যন্ত শহীদ মিনারে সংগীত কিংবদন্তির মরদেহ রাখা হবে। এ সময় সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন।
আরও জানা যায়, বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বুলবুলের জানাজা অনুষ্ঠিত হবে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুলবুলকে সমাহিত করতে চান তার পরিবার। এ বিষয়ে তারা সরকারের নির্দেশনা চাইছেন।
রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মঙ্গলবার সকালে মারা যান আহমেদ ইমতিয়াজ বুলবুল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
সকাল বুলবুলকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ভোর সাড়ে পাঁচটার দিকে মারা গেছেন তিনি।
আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৬ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। মাত্র ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২২ জানুয়ারি, ২০১৯ ১১:০৮

শেষ শ্রদ্ধা জানাতে সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
বেলা সাড়ে ১২টা পর্যন্ত শহীদ মিনারে সংগীত কিংবদন্তির মরদেহ রাখা হবে। এ সময় সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন।
আরও জানা যায়, বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বুলবুলের জানাজা অনুষ্ঠিত হবে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুলবুলকে সমাহিত করতে চান তার পরিবার। এ বিষয়ে তারা সরকারের নির্দেশনা চাইছেন।
রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মঙ্গলবার সকালে মারা যান আহমেদ ইমতিয়াজ বুলবুল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
সকাল বুলবুলকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ভোর সাড়ে পাঁচটার দিকে মারা গেছেন তিনি।
আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৬ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। মাত্র ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।