দুর্যোগের ক্ষতি কমাতে আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি | ২৪ জানুয়ারি, ২০১৯ ১৩:০৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড়, বন্যা এবং ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অবস্থা নাজুক। এজন্য আমাদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, তাদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় আমরা এগিয়ে যেতে পারব।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী চতুর্থ আরসিজি সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় দুর্যোগ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল নজির গড়েছে দেশ।
আরসিজি সম্মেলন দুর্যোগ মোকাবেলায় সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বিশেষ প্রতিনিধি | ২৪ জানুয়ারি, ২০১৯ ১৩:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড়, বন্যা এবং ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অবস্থা নাজুক। এজন্য আমাদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, তাদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় আমরা এগিয়ে যেতে পারব।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী চতুর্থ আরসিজি সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় দুর্যোগ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল নজির গড়েছে দেশ।
আরসিজি সম্মেলন দুর্যোগ মোকাবেলায় সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।