নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা বার্তা শেখ হাসিনার
নিজস্ব প্রতিবেদক | ২৫ জানুয়ারি, ২০১৯ ১১:৩১
ভারতের প্রজাতন্ত্র দিবস শনিবার। এ উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়া দিল্লির বাংলাদেশ মিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্কের চমৎকার সময় যাচ্ছে। ভারত শুধু বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশীই নয়, দুই দেশই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নিজেদের মধ্যে সাধারণ বিষয়গুলো ভাগাভাগি করে নিচ্ছে।”
তিনি আরও বলেন, “সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও বেড়ে ওঠার সঙ্গে আমাদের দুই দেশের অনেক মিল রয়েছে, যা সামনের দিনগুলোতে দুই দেশের প্রগতি এবং উন্নয়নের ধারা আরও শক্তিশালী করবে।”
১৯৫০ সাল থেকে ২৬ জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছে ভারত। ওই দিন গণপরিষদে ভারতীয় সংবিধান কার্যকর করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৫ জানুয়ারি, ২০১৯ ১১:৩১

ভারতের প্রজাতন্ত্র দিবস শনিবার। এ উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়া দিল্লির বাংলাদেশ মিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্কের চমৎকার সময় যাচ্ছে। ভারত শুধু বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশীই নয়, দুই দেশই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নিজেদের মধ্যে সাধারণ বিষয়গুলো ভাগাভাগি করে নিচ্ছে।”
তিনি আরও বলেন, “সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও বেড়ে ওঠার সঙ্গে আমাদের দুই দেশের অনেক মিল রয়েছে, যা সামনের দিনগুলোতে দুই দেশের প্রগতি এবং উন্নয়নের ধারা আরও শক্তিশালী করবে।”
১৯৫০ সাল থেকে ২৬ জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছে ভারত। ওই দিন গণপরিষদে ভারতীয় সংবিধান কার্যকর করা হয়।
শেয়ার করুন