বিদ্যুতের আওতায় আসছে ২৪ লাখ নতুন গ্রাহক
মামুন আব্দুল্লাহ | ২৫ জানুয়ারি, ২০১৯ ১১:৫২
গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ থেকে পরিকল্পনা কমিশনে এ সংক্রান্ত আলাদা প্রস্তাব দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় প্রকল্প তিনটি উপস্থাপন করার সুপারিশ করেছে। এগুলো অনুমোদন পেলে প্রায় ২৪ লাখ নতুন গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে।
প্রকল্পগুলোর মধ্যে পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যম ১৯ লাখ ৫০ হাজার নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। রংপুর বিভাগে বিদ্যুৎ লাইন ও সম্প্রসারণের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার এবং রাজশাহী বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস দেশ রূপান্তরকে বলেন, ‘দেশের সব মানুষকে বিদ্যুতের আওতায় আনতে চায় সরকার। এজন্য বিদ্যুৎ উৎপাদনে প্রথমে নজর দেওয়া হয়েছিল। এখন বিদ্যুৎ বিতরণে জোর দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, বিদ্যুতের উৎপাদন বাড়াতে বেশ কিছু মেগা প্রকল্প চলমান রয়েছে। এগুলোর কাজ শেষ হলে বিদ্যুতের উৎপাদন অনেক বেড়ে যাবে। এজন্য বিতরণ সিস্টেমে উন্নয়ন আনতে নতুন নতুন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের প্রকল্পটি আগেই অনুমোদন করা হয়েছিল। আগামী একনেকে এই প্রকল্পের আওতা বাড়ানো হচ্ছে। এতে প্রকল্পের মোট ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ৮ হাজার ৬৯১ কোটি টাকা। এই অর্থের পুরোটাই সরকারের নিজস্ব অর্থায়ন থেকে বরাদ্দ দেওয়া হবে। আগের প্রকল্পে ১৫ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা ছিল, ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ৯১৫ কোটি টাকা। সংশোধন অনুমোদিত হলে প্রকল্পের কাজ শেষ হবে ২০২০ সালের ডিসেম্বর নাগাদ।
রাজশাহী বিভাগের আট জেলার ২ লাখ ৩৫ হাজার নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিতে একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। কমিশন জানায়, বিদ্যুৎ বিভাগ থেকে ‘রাজশাহী বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুনর্বাসন’ প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটিতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯১ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে দেওয়া হবে ১ হাজার ৫৬ কোটি ৪৩ লাখ টাকা। বাকি টাকা নেসকো নিজ বিভাগ থেকে খরচ করবে। এর মাধ্যমে রাজশাহী বিভাগের আট জেলার ২১টি পৌরসভা ও উপজেলায় বিদ্যুৎ বিতরণ উন্নয়ন ও সক্ষমতা বাড়ানো হবে। বিদ্যুৎ বিতরণ সক্ষমতা ৪৭০ এমভিএ বৃদ্ধি পাবে।
একই সঙ্গে রংপুর বিভাগের আটটি জেলায় ১ লাখ ৮০ হাজার নতুন গ্রাহককে বিদ্যুতের আওতায় আনতে চায় সরকার। এজন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ১ হাজার ১২৪ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগ বলছে, ভিশন-২০২১ অনুযায়ী দেশব্যাপী বিদ্যুৎ ছড়িয়ে দেওয়া হবে। এছাড়া ২০৩০ সাল নাগাদ সব গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে। এই নিমিত্তে বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ করা প্রয়োজন। এজন্যই এসব প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
মামুন আব্দুল্লাহ | ২৫ জানুয়ারি, ২০১৯ ১১:৫২

গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ থেকে পরিকল্পনা কমিশনে এ সংক্রান্ত আলাদা প্রস্তাব দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় প্রকল্প তিনটি উপস্থাপন করার সুপারিশ করেছে। এগুলো অনুমোদন পেলে প্রায় ২৪ লাখ নতুন গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে।
প্রকল্পগুলোর মধ্যে পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যম ১৯ লাখ ৫০ হাজার নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। রংপুর বিভাগে বিদ্যুৎ লাইন ও সম্প্রসারণের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার এবং রাজশাহী বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস দেশ রূপান্তরকে বলেন, ‘দেশের সব মানুষকে বিদ্যুতের আওতায় আনতে চায় সরকার। এজন্য বিদ্যুৎ উৎপাদনে প্রথমে নজর দেওয়া হয়েছিল। এখন বিদ্যুৎ বিতরণে জোর দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, বিদ্যুতের উৎপাদন বাড়াতে বেশ কিছু মেগা প্রকল্প চলমান রয়েছে। এগুলোর কাজ শেষ হলে বিদ্যুতের উৎপাদন অনেক বেড়ে যাবে। এজন্য বিতরণ সিস্টেমে উন্নয়ন আনতে নতুন নতুন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের প্রকল্পটি আগেই অনুমোদন করা হয়েছিল। আগামী একনেকে এই প্রকল্পের আওতা বাড়ানো হচ্ছে। এতে প্রকল্পের মোট ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ৮ হাজার ৬৯১ কোটি টাকা। এই অর্থের পুরোটাই সরকারের নিজস্ব অর্থায়ন থেকে বরাদ্দ দেওয়া হবে। আগের প্রকল্পে ১৫ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা ছিল, ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ৯১৫ কোটি টাকা। সংশোধন অনুমোদিত হলে প্রকল্পের কাজ শেষ হবে ২০২০ সালের ডিসেম্বর নাগাদ।
রাজশাহী বিভাগের আট জেলার ২ লাখ ৩৫ হাজার নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিতে একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। কমিশন জানায়, বিদ্যুৎ বিভাগ থেকে ‘রাজশাহী বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুনর্বাসন’ প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটিতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯১ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে দেওয়া হবে ১ হাজার ৫৬ কোটি ৪৩ লাখ টাকা। বাকি টাকা নেসকো নিজ বিভাগ থেকে খরচ করবে। এর মাধ্যমে রাজশাহী বিভাগের আট জেলার ২১টি পৌরসভা ও উপজেলায় বিদ্যুৎ বিতরণ উন্নয়ন ও সক্ষমতা বাড়ানো হবে। বিদ্যুৎ বিতরণ সক্ষমতা ৪৭০ এমভিএ বৃদ্ধি পাবে।
একই সঙ্গে রংপুর বিভাগের আটটি জেলায় ১ লাখ ৮০ হাজার নতুন গ্রাহককে বিদ্যুতের আওতায় আনতে চায় সরকার। এজন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ১ হাজার ১২৪ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগ বলছে, ভিশন-২০২১ অনুযায়ী দেশব্যাপী বিদ্যুৎ ছড়িয়ে দেওয়া হবে। এছাড়া ২০৩০ সাল নাগাদ সব গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে। এই নিমিত্তে বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ করা প্রয়োজন। এজন্যই এসব প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।