প্রণবকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারি, ২০১৯ ১৮:১১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে 'ভারতরত্ন' পুরস্কারের জন্য মনোনিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ভাররত্ন পুরস্কারের জন্য প্রণব মুখার্জির নাম ঘোষিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে দেশটির সরকার শুক্রবার তাদের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভাররত্ন দেবে বলে জানায়।
এছাড়া ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত করতে নাম ঘোষণা হয় ভূপেন হাজরিকা এবং নানাজি দেশমুখের। তাদের মরণোত্তর ‘ভারতরত্ন’ দেওয়া হচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারি, ২০১৯ ১৮:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে 'ভারতরত্ন' পুরস্কারের জন্য মনোনিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ভাররত্ন পুরস্কারের জন্য প্রণব মুখার্জির নাম ঘোষিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে দেশটির সরকার শুক্রবার তাদের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভাররত্ন দেবে বলে জানায়। এছাড়া ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত করতে নাম ঘোষণা হয় ভূপেন হাজরিকা এবং নানাজি দেশমুখের। তাদের মরণোত্তর ‘ভারতরত্ন’ দেওয়া হচ্ছে।
শেয়ার করুন