রবিবার থেকে নৌ পুলিশ সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারি, ২০১৯ ২২:০৩
রোববার থেকে সপ্তাহব্যাপী নৌ পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে।
সদরঘাট লঞ্চ টার্মিনালে রোববার সকালে আনুষ্ঠানিকভাবে নৌ পুলিশ সপ্তাহের উদ্বোধন করা হবে। নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ,নৌ সচিব আবদুস সামাদ, সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন নৌ পুলিশের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান। অনুষ্ঠানে যাত্রী সাধারণ, মৎস্য জিবি, সাংবাদিক সহ সকল সামাজিক সংগঠন ও জনসাধারণ উপস্থিত থাকবেন।
নৌপথে নিরাপত্তা দিতে নৌ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নৌ যাত্রীদের নিয়ে বেশি কাজ করছে পুলিশ। তাছাড়া নদী পথে চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করছে নৌ পুলিশ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারি, ২০১৯ ২২:০৩

রোববার থেকে সপ্তাহব্যাপী নৌ পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে।
সদরঘাট লঞ্চ টার্মিনালে রোববার সকালে আনুষ্ঠানিকভাবে নৌ পুলিশ সপ্তাহের উদ্বোধন করা হবে। নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ,নৌ সচিব আবদুস সামাদ, সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন নৌ পুলিশের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান। অনুষ্ঠানে যাত্রী সাধারণ, মৎস্য জিবি, সাংবাদিক সহ সকল সামাজিক সংগঠন ও জনসাধারণ উপস্থিত থাকবেন।
নৌপথে নিরাপত্তা দিতে নৌ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নৌ যাত্রীদের নিয়ে বেশি কাজ করছে পুলিশ। তাছাড়া নদী পথে চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করছে নৌ পুলিশ।