সন্ত্রাস দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি দেখাচ্ছে : আইজিপি
নিজস্ব প্রতিবেদক | ২৭ জানুয়ারি, ২০১৯ ২১:৫৬
রবিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ৩৬তম ক্যাডেট এসআই ২০১৮ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন আইজিপি। ছবি: দেশ রূপান্তর
আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সেবার মানসিকতা ও শুদ্ধাচার অনুশীলনের মাধ্যমে কর্মক্ষেত্রকে সেবার কেন্দ্রস্থলে পরিণত করার জন্য নবীন ক্যাডেট এসআইদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি রবিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ৩৬তম ক্যাডেট এসআই ২০১৮ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
আইজিপি বলেন, সাম্প্রতিক বছরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার অনুসৃত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতার প্রমাণ রেখেছে। পাশাপাশি বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতার ফলে সম্প্রতি সন্ত্রাসবাদ হ্রাস সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নয়ন ঘটেছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ নাজিবুর রহমান এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
আইজিপি বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বেস্ট একাডেমিক ক্যাডেট (এসআই) মোছা. রুবিনা ইয়াসমিন, পিটিতে ক্যাডেট (এসআই) সাইফুল আলম, প্যারেডে ক্যাডেট (এসআই) মো. হাসানুর রহমান, ইক্যুইটেশনে ক্যাডেট (এসআই) শেখ আবজালুল হক, মাসকেট্রিতে ক্যাডেট (এসআই) মো. আরাফাত উদ্দিন এবং সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ক্যাডেট (এসআই) মোছা. রুবিনা ইয়াসমিনকে পদক প্রদান করেন।
এক বছর মেয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৬৬ জন মহিলা অফিসারসহ ১ হাজার ৩২৩ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশগ্রহণ করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৭ জানুয়ারি, ২০১৯ ২১:৫৬

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সেবার মানসিকতা ও শুদ্ধাচার অনুশীলনের মাধ্যমে কর্মক্ষেত্রকে সেবার কেন্দ্রস্থলে পরিণত করার জন্য নবীন ক্যাডেট এসআইদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি রবিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ৩৬তম ক্যাডেট এসআই ২০১৮ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
আইজিপি বলেন, সাম্প্রতিক বছরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার অনুসৃত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতার প্রমাণ রেখেছে। পাশাপাশি বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতার ফলে সম্প্রতি সন্ত্রাসবাদ হ্রাস সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নয়ন ঘটেছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ নাজিবুর রহমান এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
আইজিপি বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বেস্ট একাডেমিক ক্যাডেট (এসআই) মোছা. রুবিনা ইয়াসমিন, পিটিতে ক্যাডেট (এসআই) সাইফুল আলম, প্যারেডে ক্যাডেট (এসআই) মো. হাসানুর রহমান, ইক্যুইটেশনে ক্যাডেট (এসআই) শেখ আবজালুল হক, মাসকেট্রিতে ক্যাডেট (এসআই) মো. আরাফাত উদ্দিন এবং সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ক্যাডেট (এসআই) মোছা. রুবিনা ইয়াসমিনকে পদক প্রদান করেন।
এক বছর মেয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৬৬ জন মহিলা অফিসারসহ ১ হাজার ৩২৩ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশগ্রহণ করেন।