কম্বল নিয়ে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার প্রতিনিধি | ২৭ জানুয়ারি, ২০১৯ ২২:৪৬
ত্রাণের কম্বল নিয়ে দুর্নীতি হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
রোববার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ত্রাণের কম্বল নিয়ে দুর্নীতির প্রতিবেদন দেখে সচিব ও মহাপরিচালকসহ সবাইকে ডেকে জরুরি মিটিং করেছি। এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্টে যদি কোন অনিয়ম ধরা পড়ে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমাদের সততা, স্বচ্ছতা, দক্ষতা, দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ভূমিহীনদের ঘর দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৬৪ টি জেলায় ৬৪ হাজার ঘর নির্মাণ করা হবে। সেসব ঘর হবে তাপ, ঠান্ডা ও আগুন নিরোধক এবং মেঝে হবে ১৯৮৮ সালের বন্যার পানির লেভেলেরও ওপরে। যাতে বন্যায় এসব ঘরে কোন ঝুঁকি না থাকে।
আয়োজিত অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম ও উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাভার প্রতিনিধি | ২৭ জানুয়ারি, ২০১৯ ২২:৪৬

ত্রাণের কম্বল নিয়ে দুর্নীতি হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
রোববার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ত্রাণের কম্বল নিয়ে দুর্নীতির প্রতিবেদন দেখে সচিব ও মহাপরিচালকসহ সবাইকে ডেকে জরুরি মিটিং করেছি। এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্টে যদি কোন অনিয়ম ধরা পড়ে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমাদের সততা, স্বচ্ছতা, দক্ষতা, দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ভূমিহীনদের ঘর দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৬৪ টি জেলায় ৬৪ হাজার ঘর নির্মাণ করা হবে। সেসব ঘর হবে তাপ, ঠান্ডা ও আগুন নিরোধক এবং মেঝে হবে ১৯৮৮ সালের বন্যার পানির লেভেলেরও ওপরে। যাতে বন্যায় এসব ঘরে কোন ঝুঁকি না থাকে।
আয়োজিত অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম ও উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান প্রমুখ।