শেখ হাসিনাকে জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
অনলাইন ডেস্ক | ২৭ জানুয়ারি, ২০১৯ ২৩:৫২
চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় রবিবার শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিশন। খবর বাসস।
শিনজো আবে এক অভিনন্দনবার্তায় বলেন, জাপানের সরকার ও জনগণের পক্ষ থেকে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) উষ্ণ অভিবাদন জানাই। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে শেখ হাসিনা গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে তার নেতৃত্ব অব্যাহত রাখবেন এবং জাপান তার সরকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সার্বিক অংশীদারির ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের চমকপ্রদ উন্নয়নে আমি খুবই আনন্দিত। আমি শেখ হাসিনার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে সামনের দিনগুলোর দিকে তাকিয়ে আছি।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিশন অভিনন্দনবার্তায় ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে অকৃত্রিম অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা এবং অভিন্ন স্বার্থে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করে যাব। একসঙ্গে আমরা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, উগ্রবাদ প্রতিরোধ, মানবাধিকারের উন্নয়ন ও রোহিঙ্গা সংকট সমাধানের প্রয়াস অব্যাহত রাখব।’
বসনিয়া ও হার্জেগোভিনার মন্ত্রিপরিষদের চেয়ারম্যান ডেনিস ভিজডিকও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, বসনিয়া ও হার্জেগোভিনায় এবং বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের জনগণ ও নাগরিকদের স্বার্থে ভবিষ্যতে আরও জোরদার ও গভীর হবে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ জানুয়ারি, ২০১৯ ২৩:৫২

চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় রবিবার শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিশন। খবর বাসস।
শিনজো আবে এক অভিনন্দনবার্তায় বলেন, জাপানের সরকার ও জনগণের পক্ষ থেকে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) উষ্ণ অভিবাদন জানাই। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে শেখ হাসিনা গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে তার নেতৃত্ব অব্যাহত রাখবেন এবং জাপান তার সরকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সার্বিক অংশীদারির ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের চমকপ্রদ উন্নয়নে আমি খুবই আনন্দিত। আমি শেখ হাসিনার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে সামনের দিনগুলোর দিকে তাকিয়ে আছি।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিশন অভিনন্দনবার্তায় ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে অকৃত্রিম অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা এবং অভিন্ন স্বার্থে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করে যাব। একসঙ্গে আমরা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, উগ্রবাদ প্রতিরোধ, মানবাধিকারের উন্নয়ন ও রোহিঙ্গা সংকট সমাধানের প্রয়াস অব্যাহত রাখব।’
বসনিয়া ও হার্জেগোভিনার মন্ত্রিপরিষদের চেয়ারম্যান ডেনিস ভিজডিকও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, বসনিয়া ও হার্জেগোভিনায় এবং বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের জনগণ ও নাগরিকদের স্বার্থে ভবিষ্যতে আরও জোরদার ও গভীর হবে।’