‘শুভেচ্ছা বিনিময়ে এসেও অনেক কথা বলা যায়’
নিজস্ব প্রতিবেদক | ২৮ জানুয়ারি, ২০১৯ ১৪:৪৩
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের আমন্ত্রণে জাতীয় ঐক্যফ্রন্টের যোগ না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, শুভেচ্ছা বিনিময়ে এসেও অনেক কথা বলা যায়।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এটা আনুষ্ঠানিক কোনো সংলাপ নয়। তবে শুভেচ্ছা বিনিময়ে এসেও তো অনেক কথা বলা যায়। চা চক্রে এসে ঐক্যফ্রন্ট নেতারা কথা বললে, পরে সেটা নিয়ে আলোচনা হতে পারতো।’
তিনি বলেন, ‘কেন আসবেন না, সেটা তাদের (জাতীয় ঐক্যফ্রন্ট) ব্যাপার। আমরাতো তাদের বাদ দিয়ে অন্যদের দাওয়াত দিতে পারি না।’
‘বিএনপি একটি বড় দল। ঐক্যফ্রন্ট বড় জোট। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দুই দুইবার সংলাপ করেছেন। অথচ অন্য দলগুলোর সঙ্গে একবার সংলাপ করেছেন’ যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, ভোটের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতা এবং আওয়ামী লীগের নির্বাচন সংশ্লিষ্ট নেতাদের নিয়ে ২ ফেব্রুয়ারি চা চক্রের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে বিএনপি-প্রধান জাতীয় ঐক্যফ্রন্ট ‘নতুন নির্বাচন’ নিয়ে সংলাপের পরিবর্তে কেবল শুভেচ্ছা বিনিয়ের জন্য চা চক্রের আয়োজন করায় তাতে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সহ একাধিক দল সংলাপে যোগ দেবে না বলে জানিয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৮ জানুয়ারি, ২০১৯ ১৪:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের আমন্ত্রণে জাতীয় ঐক্যফ্রন্টের যোগ না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, শুভেচ্ছা বিনিময়ে এসেও অনেক কথা বলা যায়।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এটা আনুষ্ঠানিক কোনো সংলাপ নয়। তবে শুভেচ্ছা বিনিময়ে এসেও তো অনেক কথা বলা যায়। চা চক্রে এসে ঐক্যফ্রন্ট নেতারা কথা বললে, পরে সেটা নিয়ে আলোচনা হতে পারতো।’
তিনি বলেন, ‘কেন আসবেন না, সেটা তাদের (জাতীয় ঐক্যফ্রন্ট) ব্যাপার। আমরাতো তাদের বাদ দিয়ে অন্যদের দাওয়াত দিতে পারি না।’
‘বিএনপি একটি বড় দল। ঐক্যফ্রন্ট বড় জোট। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দুই দুইবার সংলাপ করেছেন। অথচ অন্য দলগুলোর সঙ্গে একবার সংলাপ করেছেন’ যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, ভোটের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতা এবং আওয়ামী লীগের নির্বাচন সংশ্লিষ্ট নেতাদের নিয়ে ২ ফেব্রুয়ারি চা চক্রের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে বিএনপি-প্রধান জাতীয় ঐক্যফ্রন্ট ‘নতুন নির্বাচন’ নিয়ে সংলাপের পরিবর্তে কেবল শুভেচ্ছা বিনিয়ের জন্য চা চক্রের আয়োজন করায় তাতে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সহ একাধিক দল সংলাপে যোগ দেবে না বলে জানিয়েছে।