রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে বাংলাদেশ আশাবাদী: পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি | ২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৪৯
সুনামগঞ্জের সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের নানান প্রশ্নের জবাব দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ছবি: দেশ রূপান্তর
তিন বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের ব্যাপারে বাংলাদেশ আশাবাদী বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
শনিবার দুপুর ৩ টায় সুনামগঞ্জের সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তথ্য প্রমাণ আছে, আশাও আছে। এক্সপার্টরা বলেছেন, এখানে মামলা জেতার মতো সম্ভাবনা খুব বেশি। জনগণের টাকা সরকার যদি মামলা না করত, তাহলে জনগণের এই অর্থ নিয়ে সরকারকে প্রশ্নের সম্মুখীন হতে হতো। সুতরাং মামলার আশা আছে, কেসটাও ভালো, ম্যাটেরিয়ালও ভালো, আশা করছি ভালো পুরস্কার পাব।
তিনি আলো বলেন, মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে সমন্বয় সভা করব, প্রতি বিভাগে যাব, প্রয়োজনে জেলায় যাব। এখন কাজের ভালো গতি আছে, আমরা চাই গতি আরেকটু বাড়িয়ে দিতে। অর্থ মন্ত্রণালয় আছে, টাকা ছাড়ের বিষয়ে সমন্বয় করা হবে। টেবিলে কোন ফাইল আটকে থাকবে না। দিনেরটা দিনেই ক্লিয়ার করে দেব।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সুনামগঞ্জ প্রতিনিধি | ২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৪৯

তিন বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের ব্যাপারে বাংলাদেশ আশাবাদী বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
শনিবার দুপুর ৩ টায় সুনামগঞ্জের সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তথ্য প্রমাণ আছে, আশাও আছে। এক্সপার্টরা বলেছেন, এখানে মামলা জেতার মতো সম্ভাবনা খুব বেশি। জনগণের টাকা সরকার যদি মামলা না করত, তাহলে জনগণের এই অর্থ নিয়ে সরকারকে প্রশ্নের সম্মুখীন হতে হতো। সুতরাং মামলার আশা আছে, কেসটাও ভালো, ম্যাটেরিয়ালও ভালো, আশা করছি ভালো পুরস্কার পাব।
তিনি আলো বলেন, মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে সমন্বয় সভা করব, প্রতি বিভাগে যাব, প্রয়োজনে জেলায় যাব। এখন কাজের ভালো গতি আছে, আমরা চাই গতি আরেকটু বাড়িয়ে দিতে। অর্থ মন্ত্রণালয় আছে, টাকা ছাড়ের বিষয়ে সমন্বয় করা হবে। টেবিলে কোন ফাইল আটকে থাকবে না। দিনেরটা দিনেই ক্লিয়ার করে দেব।