শুরুর আগেই সময় বাড়লো বিশ্ব ইজতেমার
নিজস্ব প্রতিবেদক | ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:১৪
এবারের বিশ্ব ইজতেমা শুরুর আগেই সময় বাড়ানো হয়েছে। ফলে এবার বিশ্ব ইজতেমা তিন দিনের পরিবর্তে চার দিন হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ এ ঘোষণা দেন।
তিনি জানান, প্রথম দুই দিন মাওলানা জোবায়ের ও পরের দুই দিন সৈয়দ ওয়াসিফুল ইসলামের ব্যবস্থাপনায় ইজতেমা হবে। তবে, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন, সে সিদ্ধান্ত তাবলিগের মুরব্বিরা ঠিক করবেন বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেন, ইজতেমায় যেন কোনো ধরনের গোলমাল না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হতে পারে।
বিশ্ব ইজতেমায় বিদেশিদের আগমনের বিষয়ে শেখ মো. আবদুল্লাহ বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে অতিথিরা যেন আসতে পারেন, ভিসাসংক্রান্ত কোনো সমস্যা যাতে না হয়, সে জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশিদের জন্য ইজতেমা মাঠে বাড়তি নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:১৪

এবারের বিশ্ব ইজতেমা শুরুর আগেই সময় বাড়ানো হয়েছে। ফলে এবার বিশ্ব ইজতেমা তিন দিনের পরিবর্তে চার দিন হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ এ ঘোষণা দেন।
তিনি জানান, প্রথম দুই দিন মাওলানা জোবায়ের ও পরের দুই দিন সৈয়দ ওয়াসিফুল ইসলামের ব্যবস্থাপনায় ইজতেমা হবে। তবে, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন, সে সিদ্ধান্ত তাবলিগের মুরব্বিরা ঠিক করবেন বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেন, ইজতেমায় যেন কোনো ধরনের গোলমাল না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হতে পারে।
বিশ্ব ইজতেমায় বিদেশিদের আগমনের বিষয়ে শেখ মো. আবদুল্লাহ বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে অতিথিরা যেন আসতে পারেন, ভিসাসংক্রান্ত কোনো সমস্যা যাতে না হয়, সে জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশিদের জন্য ইজতেমা মাঠে বাড়তি নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।