সাবেক আইজিপি এ এস এম শাহজাহান আর নেই
নিজস্ব প্রতিবেদক | ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:৩৯
এ এস এম শাহজাহান
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান আর নেই।
মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহে....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ গুণগ্রাহীদের রেখে গেছেন।
শুক্রবার রাজারবাগ কেন্দ্রীয় মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। তার মৃত্যুতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
শাহজাহানের মেয়ে ডা. উজমা সাইদ জানান, তার বাবা পারকিনসনস ডিজিজে ভুগছিলেন। শরীরে সংক্রমণও ছড়িয়ে পড়েছিল। অসুস্থতার কারণে বাবাকে ২৬ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ. এস. এম. শাহজাহান ১৯৪১ সালের ২৪ অক্টোবর নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মো. আবদুল আউয়াল এবং মা মরহুমা মিসেস মেহেরুন নেসা।
তিনি ১৯৫৬ সালে দত্তপাড়া হাই স্কুল, নোয়াখালী থেকে ম্যাট্রিকুলেশন; ১৯৫৮ সালে ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৬১ সালে বি.কম (সম্মান) এবং ১৯৬২ সালে এম.কম. ডিগ্রি লাভ করেন।
তিনি রাজশাহী ডিগ্রি কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি ১৯৬৬ সালে এএসপি পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি টাঙ্গাইলের এসডিপিও, কুমিল্লা, খুলনা ও ঢাকা জেলার পুলিশ সুপার, ডিএমপির প্রথম ডিসি হেডকোয়ার্টার্স, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আইজিপি দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি।
শাহজাহান ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর সময়ে তিনি বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করে কলামিস্ট হিসেবে সুনাম অর্জন করেন।
আইজিপির শোক: এ এস এম শাহজাহানের মৃত্যুতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় বলেন, মরহুম শাহজাহান ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, পেশাদার, কর্তব্যনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী পুলিশ কর্মকর্তা। তার ত্যাগী ও বন্ধুসুলভ মনোভাবের জন্য তিনি কর্মস্থলে সকলের অত্যন্ত আস্থাভাজন ও প্রিয়ভাজন ছিলেন। কর্মজীবনে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন প্রাজ্ঞ অভিভাবক হারাল।
আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:৩৯

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান আর নেই।
মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহে....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ গুণগ্রাহীদের রেখে গেছেন।
শুক্রবার রাজারবাগ কেন্দ্রীয় মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। তার মৃত্যুতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
শাহজাহানের মেয়ে ডা. উজমা সাইদ জানান, তার বাবা পারকিনসনস ডিজিজে ভুগছিলেন। শরীরে সংক্রমণও ছড়িয়ে পড়েছিল। অসুস্থতার কারণে বাবাকে ২৬ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ. এস. এম. শাহজাহান ১৯৪১ সালের ২৪ অক্টোবর নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মো. আবদুল আউয়াল এবং মা মরহুমা মিসেস মেহেরুন নেসা।
তিনি ১৯৫৬ সালে দত্তপাড়া হাই স্কুল, নোয়াখালী থেকে ম্যাট্রিকুলেশন; ১৯৫৮ সালে ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৬১ সালে বি.কম (সম্মান) এবং ১৯৬২ সালে এম.কম. ডিগ্রি লাভ করেন।
তিনি রাজশাহী ডিগ্রি কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি ১৯৬৬ সালে এএসপি পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি টাঙ্গাইলের এসডিপিও, কুমিল্লা, খুলনা ও ঢাকা জেলার পুলিশ সুপার, ডিএমপির প্রথম ডিসি হেডকোয়ার্টার্স, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আইজিপি দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি।
শাহজাহান ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর সময়ে তিনি বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করে কলামিস্ট হিসেবে সুনাম অর্জন করেন।
আইজিপির শোক: এ এস এম শাহজাহানের মৃত্যুতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় বলেন, মরহুম শাহজাহান ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, পেশাদার, কর্তব্যনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী পুলিশ কর্মকর্তা। তার ত্যাগী ও বন্ধুসুলভ মনোভাবের জন্য তিনি কর্মস্থলে সকলের অত্যন্ত আস্থাভাজন ও প্রিয়ভাজন ছিলেন। কর্মজীবনে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন প্রাজ্ঞ অভিভাবক হারাল।
আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।