সাজেদা চৌধুরী সংসদ উপনেতা থাকছেন
নিজস্ব প্রতিবেদক | ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:১৬
সৈয়দা সাজেদা চৌধুরী এবারও সংসদ উপনেতা থাকছেন। চলতি অধিবেশনেই এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।
আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন, সাজেদা চৌধুরীকেই উপনেতা করার পক্ষে প্রধানমন্ত্রীর অভিমত। শারীরিক অসুস্থতার কারণে হয়তো এবার সাজেদা চৌধুরীকে এই দায়িত্ব নাও দেওয়া হতে পারে এমন আলোচনা উঠেছিল। কিন্তু প্রধানমন্ত্রী মনে করেন, সাজেদা চৌধুরী যত দিন বেঁচে থাকবেন তাকে এই পদে রাখা হবে। গত নবম ও দশম সংসদে একই পদে দায়িত্ব পালন করছেন।
গত ৩০ ডিসেম্বর নির্বাচন এবং নতুন সরকারের মন্ত্রিসভার শপথের পর থেকেই উপনেতার পদ নিয়ে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের নাম ঘুরে ফিরে আলোচনায় আসছিল।
আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন, ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম দিন থেকে প্রতিদিনই সাজেদা চৌধুরী সংসদে এসেছেন। তাকে আসনে বসা এবং আসন থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজে উঠতে সহযোগিতা করছেন। তিনি দলের কয়েকজনকে বলেছেন, ফুফু যতদিন বেঁচে আছেন এই পদে তাকেই রাখব। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান দেশ রূপান্তরকে বলেন, সংসদ নেতা যা ভালো মনে করবেন তাই ভালো। সৈয়দা সাজেদা চৌধুরী দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:১৬

সৈয়দা সাজেদা চৌধুরী এবারও সংসদ উপনেতা থাকছেন। চলতি অধিবেশনেই এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।
আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন, সাজেদা চৌধুরীকেই উপনেতা করার পক্ষে প্রধানমন্ত্রীর অভিমত। শারীরিক অসুস্থতার কারণে হয়তো এবার সাজেদা চৌধুরীকে এই দায়িত্ব নাও দেওয়া হতে পারে এমন আলোচনা উঠেছিল। কিন্তু প্রধানমন্ত্রী মনে করেন, সাজেদা চৌধুরী যত দিন বেঁচে থাকবেন তাকে এই পদে রাখা হবে। গত নবম ও দশম সংসদে একই পদে দায়িত্ব পালন করছেন।
গত ৩০ ডিসেম্বর নির্বাচন এবং নতুন সরকারের মন্ত্রিসভার শপথের পর থেকেই উপনেতার পদ নিয়ে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের নাম ঘুরে ফিরে আলোচনায় আসছিল।
আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন, ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম দিন থেকে প্রতিদিনই সাজেদা চৌধুরী সংসদে এসেছেন। তাকে আসনে বসা এবং আসন থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজে উঠতে সহযোগিতা করছেন। তিনি দলের কয়েকজনকে বলেছেন, ফুফু যতদিন বেঁচে আছেন এই পদে তাকেই রাখব। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান দেশ রূপান্তরকে বলেন, সংসদ নেতা যা ভালো মনে করবেন তাই ভালো। সৈয়দা সাজেদা চৌধুরী দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।